TRENDING:

Onion Peel Benefits: ভিটামিন এ-সি-ই ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, ভাল রাখে চুল-ও, পেঁয়াজের খোসার উপকার জানলে আর ফেলে দেবেন না...

Last Updated:

চুল সুন্দর করতে পেঁয়াজের খোসা সিদ্ধ করা জল বা গ্রেট করা পেঁয়াজের রস গোড়া থেকে ডগা পর্যন্ত লাগানো যেতে পারে। এটি খুবই কার্যকর। সপ্তাহে দু’দিন লাগানো উচিত। এতে চুল হবে মসৃণ ও ঝলমলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছুই খাই, যার সম্পূর্ণ গুণাগুণ সম্পর্কে আমরা অবহিত নই। আর সেই কারণেই এই সব খাদ্যদ্রব্যকে অনেক সময় অবহেলাও করে থাকি। সেটা একেবারেই ঠিক নয়।
onion peel
onion peel
advertisement

ভারতীয় খাদ্যাভ্যাসে এমন অনেক সামগ্রী রয়েছে যা আমাদের শরীরে নানা ভাবে উপকার করে। যেমন ধরা যাক পেঁয়াজ। এর প্রচুর গুণ। শুধু তাই নয়, প্রতিদিনের খাবার থেকে আমরা পেঁয়াজের যে খোসা ফেলে দিই, তা-ও যথেষ্ট উপকারী। চুলের জন্য পেঁয়াজের খোসা দারুন ভাল কাজ করে। একথা জানার পর কেউই পেঁয়াজের খোসা ফেলে দেবেন না।

advertisement

আসলে দারুন হেয়ার টোনার তৈরি করে নেওয়া যেতে পারে পেঁয়াজের খোসা থেকে। বিউটিশিয়ান প্রীতি খাডসে জানালেন পেঁয়াজের খোসার ব্যবহার ও উপকারিতা সম্পর্কে।

পেঁয়াজ কেটে, তার খোসা-সহ এক গ্লাস জলে ফুটিয়ে নিতে হবে। প্রায় ১৫-২০ মিনিট ফুটতে দিতে হবে। এরপর মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে, তা ছেঁকে নিতে হবে। এই মিশ্রণ চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল ভাবে লাগিয়ে নিতে হবে। তারপর হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে।

advertisement

খানিকক্ষণ অপেক্ষা করতে হবে যাতে এই মিশ্রণটি চুলের মধ্যে ভাল ভাবে শুকিয়ে যায়। তারপর চুল ভাল করে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দু’বার এই মিশ্রণটি ব্যবহার করা যেতে পারে। তার ফলে চুল হবে ঝলমলে এবং সুন্দর। শুধু তাই নয়, এতে চুল পড়ার সমস্যাও এড়ানো যাবে। পেঁয়াজের খোসার সঙ্গে এই মিশ্রণে কারি পাতাও মিশিয়ে নেওয়া যেতে পারে।

advertisement

অন্য উপকারিতা—

পেঁয়াজের খোসা অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে। পেঁয়াজের খোসা চা, সার, চুলের রং এবং টনিক তৈরিতে ব্যবহৃত হয়। পেঁয়াজের খোসায় থাকে ভিটামিন এ, সি, ই, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানের মতো অনেক গুরুত্বপূর্ণ পদার্থ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চুল সুন্দর করতে পেঁয়াজের খোসা সিদ্ধ করা জল বা গ্রেট করা পেঁয়াজের রস গোড়া থেকে ডগা পর্যন্ত লাগানো যেতে পারে। এটি খুবই কার্যকর। সপ্তাহে দু’দিন লাগানো উচিত। এতে চুল হবে মসৃণ ও ঝলমলে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Onion Peel Benefits: ভিটামিন এ-সি-ই ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, ভাল রাখে চুল-ও, পেঁয়াজের খোসার উপকার জানলে আর ফেলে দেবেন না...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল