ওমিক্রনে মাথা যন্ত্রণা
UK-এর এক প্রথম সারির গবেষণা বলছে, ওমিক্রনের প্রাথমিক উপসর্গের মধ্যে মাথা ব্যথা অন্যতম। বিভিন্ন কারণে মাথা ব্যথার সমস্যা থেকে থাকলেও অবিরাম অর্থাৎ একভাবে মাথা ব্যথা হয়ে যাওয়া ওমিক্রনের লক্ষণ। এর সঙ্গে যদি থাকে সর্দি, গলা ব্যথা ও অসম্ভব দুর্বলতা তা হলে করোনা পরীক্ষা করা উচিত।
advertisement
আরও পড়ুন: ওজন কমাতে চান? আগে মেটাবলিজম বাড়ান এই উপায়ে...
কীভাবে মাথা ব্যথার পার্থক্য করা যেতে পারে ?
১. অল্প থেকে খুব বেশি ব্যথা
কাজের প্রেসার বা মাইগ্রেনের জন্য হালকা মাথা ব্যথা অনেকেরই হয়। কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে এই ব্যথা অত্যন্ত বেশি হয়। মনে হতে পারে, মাথায় কিছু চেপে বসে আছে বা কেউ চাপ দিচ্ছে অথবা মাথায় কেউ মারছে। এই মাথা ব্যথা সাধারণত ৩ দিন থাকে। যদি কেউ মাথা ব্যথার ওষুধও খায় তাও এই ব্যথা হবে এবং ৩ দিন থাকবে।
আরও পড়ুন: পঞ্জিকা ২১ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
২. মাথার দুই পাশেই ব্যথা হয়
যদি ভালভাবে লক্ষ্য করা যায়, তা হলে বোঝা যাবে, কোনও এক পাশে মাথা ব্যথা নয়, ওমিক্রন হলে মাথা ব্যথা হয় দু'পাশেই। ফলে পুরো মাথা ব্যথা থাকে।
৩. ইনফ্লেমেশনও হতে পারে
বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু শরীর একটি ভাইরাসের সঙ্গে লড়ছে তাই তার ইনফ্লেমেশনের রিঅ্যাকশন মাথায় হতে পারে। রেসপিরেটরি সিস্টেমে এই ভাইরাস আক্রমণ করে তাই সাইনাসে প্রভাব ফেলে যা ইনফ্লেমেশন তৈরি করে। সাইনাস ইনফ্লেমেশনের মাধ্যমে ওমিক্রনের মাথা যন্ত্রণা হতে পারে। যদি কেউ সাইনাসের সমস্যায় ভোগেন তা হলে তাঁর এই সমস্যা অনেক বেশি ও খারাপ পর্যায়ে হতে পারে।