বার্ধক্য রোধ করে
ভুল ডায়েট এবং ভুল পণ্য ব্যবহারের জন্য সময়ের অনেক আগেই মুখে বলিরেখা পড়তে শুরু করে এবং বার্ধক্য চলে আসে। বাজারে এই সমস্যা দূর করার অনেক পণ্য থাকলেও সেগুলো সব সময় কাজে দেয় না। এমন অবস্থায় প্রতিদিন মুখে অলিভ অয়েল লাগিয়ে শুলে বার্ধক্য আসবে অনেক দেরিতে। অলিভ অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ত্বককে তরুণ রাখতে কাজ করে। বিশেষ করে যদি মুখে বলিরেখা শুরু হয় তাহলে অলিভ অয়েল ব্যবহার করা উচিত।
advertisement
ত্বকে আর্দ্রতা রাখে
শুষ্ক ত্বক একটি বড় সমস্যা। বিশেষ করে শীতকালে বাতাসে আর্দ্রতা থাকে না বলে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। নাইট ক্রিমের বদলে রাত্রে মুখে অলিভ অয়েল লাগিয়ে শুলে ত্বক অনেক বেশি আর্দ্র থাকবে।
ত্বকের ক্ষতি রোধ করে
সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের জন্য ভাল নয়। এই রশ্মি ত্বকের ক্ষতি করে। রাত্রে নিয়মিত অলিভ অয়েল লাগালে সূর্যের রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করতে পারবে না।
আরও পড়ুন: লুচি ভাজার পর ওই তেলই কাজে লাগাবেন কী করে? এই উপায় সম্পর্কে জানলে চমকে যাবেন
এই তেলের অন্যান্য উপকারিতা
- মেকআপ রিমুভার না থাকলে অলিভ অয়েল ব্যবহার করা যায়। একটি তুলোর বলের সাহায্যে মুখে তেল লাগিয়ে ঘষে নিলে মেকআপ উঠে যাবে।
- ত্বক যদি শুষ্ক হয় তাহলে অলিভ অয়েল একটি ভাল বিকল্প। এই তেল ত্বক আর্দ্র রাখে।
আরও পড়ুন: বিরাট বদল আবহাওয়ায়! ফিরছে শীত? সঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট! হাওয়া অফিসের পূর্বাভাস
- অলিভ অয়েল একটি ভাল এক্সফোলিয়েটর। অলিভ অয়েলে সি সল্ট মিশিয়ে স্ক্রাব তৈরি করা যায়।
- এই তেল ফেস মাস্ক ত্বকের জন্যও খুব উপকারী।
- ব্রণর দাগ দূর করতে অলিভ অয়েল ব্যবহার করা যায়।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)