TRENDING:

Nose Bleeding in Winter: শীতে নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে? এখনি সতর্ক না হলে মহাবিপদ

Last Updated:

ইএনটি বিশেষজ্ঞ ডা. সুভাষ কুমার জানান, শীতের সময় সতর্ক না হলে অনেক রোগের সম্ভাবনা বেড়ে যায়। শীতের দিনে হঠাৎই শিশুদের কানে ব্যথা শুরু হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শীতকালে অনেক রকম রোগের ঝুঁকি বেড়ে যায়। তার মধ্যে অন্যতম হতে পারে নাক, কান ও গলার রোগ। বিশেষত, শিশুদের সমস্যা এই সময় খুব বাড়ে। কানে ব্যথা, গলাও খুসখুস করা সাধারণ সমস্যা। তবে একে অবহেলা করা ঠিক নয়।
advertisement

ইএনটি বিশেষজ্ঞ ডা. সুভাষ কুমার জানান, শীতের সময় সতর্ক না হলে অনেক রোগের সম্ভাবনা বেড়ে যায়। শীতের দিনে হঠাৎই শিশুদের কানে ব্যথা শুরু হতে পারে। আবার কিছু ক্ষেত্রে শিশুদের নাক দিয়ে রক্ত ​​পড়ার সমস্যা হতে পারে। তবে এগুলি সাধারণ সমস্যা। শীতল বাতাসে আর্দ্রতা কম থাকে, তাই নাক শুকিয়ে যায়। তারপর শিশুরা নাকে আঙুল দিলে আঘাতজনিত কারণে রক্তপাত হতে পারে। তাই শিশুদের দিকে নজর রাখতে হবে। নাকে আঙুল দেওয়ার অভ্যাস এমনিতেই অস্বাস্থ্যকর।

advertisement

আরও পড়ুনKalmegha Leaves Benefit: সবুজ এই পাতায় যেন ম্যাজিক! অ্যান্টি-অক্সিডেন্ট-এ ভরপুর, পেটের ব্যথা হয় নিমেষে গায়েব

ফ্যারিঞ্জাইটিসের কারণে কানে ব্যথার হতে পারে। ঠান্ডা বেড়ে গেলে কানের পিছনের টিউব সংকুচিত হয়ে যায়। সেই কারণে কানের পর্দায় জলীয় ভাব তৈরি হয়। স্বস্তি পেতে অনেকেই কানে ড্রপ দিয়ে থাকেন, কেউ তেল গরম করে দেন। কিন্তু এটা করা উচিত নয়। কানের এই ব্যথা নিজে থেকেই সেরে যায়। সমস্যা হলে গরম জলে লবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে। উপযুক্ত শীতবস্ত্র পরতে হবে যাতে ঠান্ডা না লাগে।

advertisement

শীতে আবার প্রাপ্তবয়স্কদের ল্যারিঞ্জাইটিস হয়, যা স্বরযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে। ভোকাল কর্ডগুলি ফুলে কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যেতে পারে। অতিরিক্ত ঠাণ্ডা খাবার খেলেও গলা ভারী হয়ে যায়। খুসখুস করতে পারে। শুকনো কাশি হতে পারে।

আরও পড়ুনVeg Food for Strong Bones: মাংসও ফেল, এই ৫টি নিরামিষ খাবারেই পাল্টে যাবে জীবন, শরীরে লোহার মতো শক্তি, যৌবনও থাকবে অটুট!

advertisement

টনসিল ফুলে গিয়েও কণ্ঠস্বর কর্কশ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে গরম জলে লবণ দিয়ে গার্গল করা যেতে পারে। তবে ঘরোয়া উপায়ে কোনও প্রতিকার না হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মনে রাখতে হবে, শীতকালে কান বা নাক দিয়ে ঠাণ্ডা বাতাস শরীরে প্রবেশ করলে যাবতীয় সমস্যা তৈরি হয়। তাই গরম পোশাক টুপি, মাফলার ইত্যাদি ব্যবহার করতে হবে। এই শীতে যেসব রোগ হয় তা ভাইরাসজনিত। সংক্রমণ এড়াতে ভিড় এড়িয়ে চলাই ভাল। যতটা সম্ভব কম ঠান্ডা খাবার খেতে হবে।

advertisement

Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nose Bleeding in Winter: শীতে নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে? এখনি সতর্ক না হলে মহাবিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল