TRENDING:

Day-out Destination: কার্তিকের বাইক রাইডে মুগ্ধ ভ্রমণপিপাসুরা, ডুয়ার্সে পর্যটকদের ভিড় লিস নদীতে, আপনিও ঘুরে আসুন

Last Updated:

Day-out Destination: সবুজের সমাহার আর বুক চিরে ছুটে আসা পাহাড়ি জলের স্রোত লিস নদীর রূপে মুগ্ধ হচ্ছেন ভ্রমণপিপাসুরা। কখনও ঝলমলে রোদ, কখনও আচমকা বৃষ্টির ছোঁয়া, সব মিলিয়ে যেন সত্যিই সিনেমার দৃশ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বলিউডের ছোঁয়ায় ডুয়ার্সের নতুন হটস্পট! ভ্রমন প্রেমীদের ডেস্টিনেশন লিস্টে রয়েছে দুর্দান্ত এই গন্তব্য লিস নদী! আশিকি ৩ সিনেমার শুটিংয়ের সময় ঠিক এই জায়গাতেই কার্তিক আরিয়ানের বাইক রাইডে মুগ্ধ পর্যটকরা। পাহাড়, নদী আর জঙ্গলের রোমাঞ্চ মিলে ডুয়ার্স সবসময়ই পর্যটকদের প্রিয়। তবে সম্প্রতি বলিউড তারকা কার্তিক আরিয়ানের একটি ছবি-ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে লিস নদী। মনের মানুষকে বাইকে বসিয়ে পাহাড়ি পথ ধরে ছুটছেন কার্তিক, এই দৃশ্যেই যেন হৃদয় জয় হয়েছে নেটিজেনদের। আর সেই সুবাদেই লিস নদীর পাড় এখন পর্যটকদের কাছে রোম্যান্টিক আড্ডার এক নতুন ঠিকানা।
advertisement

সবুজের সমাহার আর বুক চিরে ছুটে আসা পাহাড়ি জলের স্রোত লিস নদীর রূপে মুগ্ধ হচ্ছেন ভ্রমণপিপাসুরা। কখনও ঝলমলে রোদ, কখনও আচমকা বৃষ্টির ছোঁয়া, সব মিলিয়ে যেন সত্যিই সিনেমার দৃশ্য। অনেকে আবার কার্তিকের স্টাইলে সঙ্গীকে নিয়ে বাইক রাইড করছেন, ছবি তুলছেন, ভিডিও বানাচ্ছেন আর আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। এক কথায়, ভাইরাল ডেস্টিনেশন হয়ে উঠেছে লিস নদী। তবে শুধুই রূপ নয়, লিস নদীর রয়েছে রুক্ষ রূপও।

advertisement

আরও পড়ুনঃ গোটা সেপ্টেম্বরে চরম দুর্যোগ-দুর্ভোগ, দুর্গাপুজোয় কলকাতা-সহ বাংলা ভাসবে তুমুল বৃষ্টিতে? আবহাওয়ার বড় খবর

আরও পড়ুনঃ ৫ সেপ্টেম্বর থেকেই ছুটবে নতুন দুই AC লোকাল! বনগাঁ থেকে সকালে কখন ছাড়বে? কখন পৌঁছবে শিয়ালদহ? জানুন সম্পূর্ণ সময়সূচি

View More

বন দফতর জানিয়েছে, এই নদীর আশেপাশে যাতায়াত একেবারেই নিরাপদ নয়। হঠাৎ করেই নেমে আসতে পারে হরপা বান, আবার মাঝেমধ্যেই হাতির আনাগোনা ভয় বাড়াচ্ছে। ফলে পর্যটক ও স্থানীয়দের আগেভাগেই সতর্ক করেছে বনকর্মীরা। তবুও কৌতূহল আটকানো যাচ্ছে না। ভয়-সতর্কতা সত্ত্বেও প্রতিদিন ভিড় জমছে নদীর তীরে। কাছেই রয়েছে বিখ্যাত লুপ সেতু, সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই লিস নদী।

advertisement

একদিকে ঝুঁকি, অন্যদিকে অপরূপ সৌন্দর্য এই দ্বন্দ্বেই লিস নদী এখন ডুয়ার্সের নতুন হটস্পট। তবে সংশ্লিষ্ট মহলের মতে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এমন দৃশ্যই তরুণ প্রজন্মকে টেনে নিয়ে যাচ্ছে অনাবিষ্কৃত জায়গার দিকে। তবে প্রাকৃতিক বিপদের দিকটিও মাথায় রাখা জরুরি। কারণ সৌন্দর্যের টানে ছুটে আসা ভ্রমণ শেষ পর্যন্ত নিরাপদও হতে হবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Day-out Destination: কার্তিকের বাইক রাইডে মুগ্ধ ভ্রমণপিপাসুরা, ডুয়ার্সে পর্যটকদের ভিড় লিস নদীতে, আপনিও ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল