সবুজের সমাহার আর বুক চিরে ছুটে আসা পাহাড়ি জলের স্রোত লিস নদীর রূপে মুগ্ধ হচ্ছেন ভ্রমণপিপাসুরা। কখনও ঝলমলে রোদ, কখনও আচমকা বৃষ্টির ছোঁয়া, সব মিলিয়ে যেন সত্যিই সিনেমার দৃশ্য। অনেকে আবার কার্তিকের স্টাইলে সঙ্গীকে নিয়ে বাইক রাইড করছেন, ছবি তুলছেন, ভিডিও বানাচ্ছেন আর আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। এক কথায়, ভাইরাল ডেস্টিনেশন হয়ে উঠেছে লিস নদী। তবে শুধুই রূপ নয়, লিস নদীর রয়েছে রুক্ষ রূপও।
advertisement
বন দফতর জানিয়েছে, এই নদীর আশেপাশে যাতায়াত একেবারেই নিরাপদ নয়। হঠাৎ করেই নেমে আসতে পারে হরপা বান, আবার মাঝেমধ্যেই হাতির আনাগোনা ভয় বাড়াচ্ছে। ফলে পর্যটক ও স্থানীয়দের আগেভাগেই সতর্ক করেছে বনকর্মীরা। তবুও কৌতূহল আটকানো যাচ্ছে না। ভয়-সতর্কতা সত্ত্বেও প্রতিদিন ভিড় জমছে নদীর তীরে। কাছেই রয়েছে বিখ্যাত লুপ সেতু, সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই লিস নদী।
একদিকে ঝুঁকি, অন্যদিকে অপরূপ সৌন্দর্য এই দ্বন্দ্বেই লিস নদী এখন ডুয়ার্সের নতুন হটস্পট। তবে সংশ্লিষ্ট মহলের মতে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এমন দৃশ্যই তরুণ প্রজন্মকে টেনে নিয়ে যাচ্ছে অনাবিষ্কৃত জায়গার দিকে। তবে প্রাকৃতিক বিপদের দিকটিও মাথায় রাখা জরুরি। কারণ সৌন্দর্যের টানে ছুটে আসা ভ্রমণ শেষ পর্যন্ত নিরাপদও হতে হবে।