Durga Puja Weather Forecast: গোটা সেপ্টেম্বরে চরম দুর্যোগ-দুর্ভোগ, দুর্গাপুজোয় কলকাতা-সহ বাংলা ভাসবে তুমুল বৃষ্টিতে? আবহাওয়ার বড় খবর
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Durga Puja Weather Forecast: দুর্গাপুজো এবার বর্ষার মধ্যেই, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষা বিদায় নেয় বাংলা থেকে। এবার দুর্গোপুজো সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে। দুর্গাপুজো শুরু সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। সেই হিসেবে বর্ষার মধ্যেই পুজো।
*দুর্গাপুজো এবার বর্ষার মধ্যেই, তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষা বিদায় নেয় বাংলা থেকে। এবার দুর্গোপুজো সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে। দুর্গাপুজো শুরু সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। সেই হিসেবে বর্ষার মধ্যেই পুজো। তাই দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মৌসম ভবন। কিন্তু কতটা বৃষ্টি হবে, কোন কোন দিন বৃষ্টি হবে, তা এখনই বলা সম্ভব নয়।
advertisement
advertisement
*অন্যদিকে, আবহবিদ শিবনাথ প্রধান বলেন, বর্ষা বিদায়ের সঠিক তারিখ সাধারণত নির্দিষ্ট করে বলা কঠিন, তবে সাধারণত এটি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যে হয়ে থাকে। সাধারণভাবে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর-পশ্চিম ভারত থেকে সরে যেতে শুরু করে ১৫ সেপ্টেম্বর থেকে, আর ১৫ অক্টোবরের মধ্যে ভারতের মূল ভূখণ্ড থেকে বিদায় নেয়। ২০২৪ সালে বর্ষার বিদায়পর্ব ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হয়েছিল।
advertisement
*কলকাতা যেহেতু পূর্ব ভারতের একেবারে দক্ষিণ পশ্চিমে, তাই এখানে বর্ষার বিদায় সাধারণত একটু দেরিতেই হয়। আনুষ্ঠানিক ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ১০ অক্টোবরের আশপাশে বর্ষা বিদায় হয়ে থেকে। এই বছর যেহেতু পুজো অনেকটাই এগিয়ে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ফলে অতীতের বর্ষার গ্রাফ থেকে সহজেই অনুমেয় যে পুজোয় বৃষ্টি হবে বা সম্ভাবনা রয়েছে।
advertisement
*সেপ্টেম্বর মাসে ভারতের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১৬৭.৯ মিলিমিটার হয়ে থাকে। এই বছর প্রায় ৭% অধিক বৃষ্টির সম্ভাবনা অনুমান করা হয়েছে। সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে স্বাভাবিক বৃষ্টির গড় প্রায় ১৮০ মিলিমিটারের কাছাকাছি। তবে, এই বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা এবং এটি গত ৫০ বছরের গড়ের চেয়ে ৯% বেশি ধরা হয়েছে। বর্ষায় বিদায় বিলম্ব হলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
advertisement
advertisement
*মৌসুমী বায়ু ও সাগরে নিম্নচাপের অধিক সক্রিয়তায় এই বছর পূর্ববর্তী বছর গুলোর তুলনায় অধিক বৃষ্টিপাত হচ্ছে, সেটা মাথায় রেখে এবং সেপ্টেম্বর মাসে ৯% অধিক বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখেই আবহাওয়ার পূর্বাভাস এক্ষেত্রে দক্ষিণ ভারত ও উত্তর পূর্ব ভারত বাদে সমগ্র ভারত জুড়ে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করে।
advertisement
*কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলা গুলোতে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি ছাড়া সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। নিম্নচাপ সৃষ্টি না হলে পুজোয় বৃষ্টি ব্যাঘাত ঘটাবে না বলেই অনুমান করা হচ্ছে । আপাতত সাগরে কয়েকটি ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাব মূল ভূখণ্ডের উপর পড়তে পারে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা কম।