ইদানীং উত্তরবঙ্গের ‘আফবিট’ পাহাড়ি গ্রামে পর্যটকদের ভিড় লেগে থাকে। সকলেই চায় পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে কাছের মানুষটার সঙ্গে সময় কাটাতে। এই বিভিন্ন অজানা গ্রাম এবং অফবিট ডেস্টিনেশনগুলি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে রোহিণীর কাছেই পাহাড়-জঙ্গলে ঘেরা কঠিদাঁড়া গ্রাম পাহাড় প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি, পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ, সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি পথ। পাহাড়ি রাস্তারএকদিকে রোহিণীর বিভিন্ন পাহাড়ি গ্রাম, অন্যদিকে চোখের সামনে ভেসে উঠবে শিলিগুড়ি। কঠিদাঁড়ায় ঘুরতে আসা পর্যটক সুষুময় রায় বলেন, ” এই জায়গাটি এখনও সকলের কাছে অজানা, তাই পর্যটকদের আনাগোনা খুবই কম। আমি দ্বিতীয়বার আসলাম। নিরিবিলি এই গ্রামে রয়েছে পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ, এই গ্রামের নিরিবিলি পরিবেশ মনকে মুগ্ধ করে।”
advertisement
আপনিও যদি ছুটির দিনে বা অবসর সময়ে পাহাড়ে ঘেরা অফবিট ডেস্টিনেশনে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে চান তাহলে দার্জিলিং পাহাড়ের বুকে এই কঠিদাঁড়া হতে পারে আপনার সেরা ঠিকানা।
সুজয় ঘোষ





