TRENDING:

Stunt Woman: মরণকূপের ঘূর্ণিপাকে বাঁচার লড়াই, মোটরবাইকের স্টান্ট কারসাজিতে নজর কাড়ছেন গুমার কন্যা সোমা

Last Updated:

Stunt Woman: জেলার এই মেয়ের বাইক স্টান্ট নজর কাড়ছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের নানা প্রান্তের মানুষের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: জেলার এই মেয়েই এখন বাইক স্টান্ট করে নজর কাড়ছে রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশের নানা প্রান্তের মানুষের। তাঁর দুরন্ত গতিতে বাইক ও গাড়ি চালানোর এমন বিপজ্জনক স্টান্ট দেখে রীতিমতো শিউরে উঠছেন দর্শকরা। উত্তর ২৪ পরগনা জেলার গুমা এলাকা থেকে উঠে আসা সোমা বসু এখন দেশের সর্বত্র নিজের স্টান্টের দক্ষতা দেখিয়ে হচ্ছেন প্রশংসিত।
advertisement

১৫ বছর আগে যখন তিনি প্রথম বাইক স্টান্ট শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তখন তাঁকে বলা হয়েছিল, তিনি বাঙালি এবং মহিলা তাই কঠিন এই কৌশল শিখতে পারবেন না। কিন্তু সেখান থেকেই জেদ তৈরি হয় সোমার। মন স্থির করেছিলেন, যে কোনও অবস্থাতেই তাঁর লক্ষ্য পূরণ করবেন তিনি। সেই থেকেই শুরু হয় প্রশিক্ষণ নেওয়া। এরপর রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের এ প্রান্ত থেকে সে প্রান্ত বিভিন্ন জায়গায় এখন তাঁকে দেখতেই ভিড় হয় মরণকূপের খেলা দেখতে।

advertisement

মেলা উৎসব অনুষ্ঠানে নানা জায়গায় এই “মত কা কুয়া” বেশ জনপ্রিয়। সেখানেই এখন সকলের নজর মহিলা স্টান্ট ওমেন সোমার দিকেই। হাতে দস্তানা, চোখে চশমা পরে দুরন্ত গতিতে বাইকের উপর চেপে হাত ছেড়ে, কখনও বাইকের উপর ব্যালান্স করে বসে দেখান বিভিন্ন ধরনের বিপজ্জনক স্টান্ট। দর্শকের হাততালিতে  আরও বেড়ে যায় গতি। আজকের দিনে, সোমা তার দক্ষতা দিয়ে দেশের বিভিন্ন স্থান ঘুরে মরণকূপের মতো বিপজ্জনক স্টান্ট প্রদর্শন করছেন, যা মানুষকে বিস্মিত ও মুগ্ধ করছে। তাঁর স্টান্টের সৌজন্যে এখন অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন। তিনি বিশ্বাস করেন, মহিলাদের শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া উচিত এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহসী পদক্ষেপ নেওয়া উচিত।

advertisement

আরও পড়ুন : মহাকুম্ভ ২০২৫-এর জন্য ব্যাপক ব্যবস্থা এবং স্পেশাল ট্রেন পরিষেবা চালু ভারতীয় রেলওয়ের

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

বাইকের প্রতি সোমার গভীর ভালবাসা এবং তাঁর কঠোর পরিশ্রম তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। বাণীপুর লোক উৎসব মেলায়ও তাঁর নেতৃত্বে বাইক ও গাড়ির স্টান্ট দেখতেই জমছে ব্যাপক ভিড়। দর্শকরাও এমন ব্যালান্সের খেলা দেখে হচ্ছেন মুগ্ধ। জেলার মেয়ে সোমার এই কৃতিত্ব আজ যেন সারা দেশের একাধিক মহিলার কাছেই অনুপ্রেরণা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Stunt Woman: মরণকূপের ঘূর্ণিপাকে বাঁচার লড়াই, মোটরবাইকের স্টান্ট কারসাজিতে নজর কাড়ছেন গুমার কন্যা সোমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল