আরও পড়ুন : অতিমারির নতুন আতঙ্ক ওমিক্রনের মোকাবিলায় কী কী করবেন
দূষণ-
ব্রেস্ট, লিভার এবং প্যানক্রিয়াসের ক্যানসারের জন্য দূষণ অতিমাত্রায় দায়ী৷ গবেষণায় দাবি, দূষণের জেরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৷ দেখা দেয় টিউমরের সমস্যা৷
আরও পড়ুন : এইচআইভি পজিটিভ মানেই এডস--এরকম আরও অসংখ্য ভুল ধারণা এখনও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে
advertisement
বায়োমাস জ্বালানি-
বায়োমাস জ্বালানির অসমাপ্ত ব্যবহার দূষণের মাত্রা বাড়িয়ে তোলে৷ পরিবেশে কার্বন মোনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসের মাত্রা বেড়ে যায়৷ এর ফলে বাতাসে তথা পরিবেশে মিশতে থাকে দহনপরবর্তী দূষণকণা৷ সেগুলি শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে ফুসফুসে ক্যানসারের আশঙ্কা বেড়ে যায়৷
আরও পড়ুন : হিমালয়ে জন্মানো বিরল রসুনের কোয়াতেই বশে থাকে মধুমেহ, উচ্চরক্তচাপ-সহ বহু অসুখ
শরীরে প্রোটিন কীভাবে কাজ করবে, তার উপর প্রভাব থাকে জেনেটিক মিউটেশনের৷ কোষ ক্যানসারাস হয়ে পড়ার পিছনে জেনেটিক মিউটেশনও দায়ী৷ তাই নিয়মিত ডাক্তারি পরীক্ষা প্রয়োজনীয়৷ ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ক্যানসার নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল এক্স রে এবং সিটি স্ক্যান৷ রেডিওলজি টেস্ট এক্স রে-এর ফলে টিউমর থাকলে তার অবস্থান চিহ্নিত করা যায়৷ টিউমরের আকার, আয়তন এবং অবস্থান নির্ধারণ করা হয় সিটি স্ক্যানে৷ এছাড়া ক্যানসারের চিকিৎসাতেও সিটি স্ক্যান প্রয়োগ করা হয়৷