TRENDING:

Bethuadahari Wildlife Sanctuary: আর ১০০ টাকার টিকিট কেটে ঢুকতে হবে না বেথুয়া ডহরি অভয়ারণ্যে! একেবারে ফ্রি-তে ঘোরার সুযোগ

Last Updated:

নদিয়ার বেথুয়াডহরি অভয়ারণ্যে এতদিন পর্যন্ত পর্যটকদের জন্য টিকিট ছিল মাথাপিছু ১০০ টাকা। এই ১০০ টাকা টিকিট দিয়ে অনেকে পরিবার নিয়ে এলে অভয়অরণ্যর ভেতরে না ঢুকেই এক প্রকার ফিরে যেতেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেথুয়াডহরি: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেথুয়া ডহরি অভয়ারণ্যে পর্যটকদের কাছ থেকে টিকিট নেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের বন দফতরের বিভিন্ন অভয়ারণ্যে পর্যটকদের কাছ থেকে টিকিট নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই নড়ে চড়ে বসল নদিয়া মুর্শিদাবাদ বন দফতর।
advertisement

নদিয়ার বেথুয়াডহরি অভয়ারণ্যে এতদিন পর্যন্ত পর্যটকদের জন্য টিকিট ছিল মাথাপিছু ১০০ টাকা। এই ১০০ টাকা টিকিট দিয়ে অনেকে পরিবার নিয়ে এলে অভয়অরণ্যর ভেতরে না ঢুকেই এক প্রকার ফিরে যেতেন । ২৪ জানুয়ারি থেকে বেথুয়াডহরি অভয়ারণ্যের টিকিট পদ্ধতি তুলে দিল বনদফতর। এদিন অভয় অরণ্যের সামনে নোটিশ দিয়ে এই ঘোষণা করে অভয়ারণ্য কর্তৃপক্ষ।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

অভয়ারণ্যে টিকিট তুলে দেওয়ায় বেথুয়া ডহরি অভয়ারণ্যে ঘুরতে আসা পর্যটকদের অনেকেই খুশি। অনেকে আবার বলছেন অল্প পরিমাণ টিকিট নিয়ে অভয়ারণ্যটা পর্যটকদের জন্য আরও সুন্দর করে তুললে ভাল হয়। কারণ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেথুয়াডহরী অভয়ারণ্যে অসংখ্য পর্যটক আসে। অভয়ারণ্যের ভিতরে হরিণ ময়ূর বেশ কিছু পাখি পক্ষী সহ ঘরিয়াল ছাড়া বিশেষ কিছু দেখার নেই। তাই অনেক পর্যটক বেথুয়া ডহরি অভয়ারণ্যে ১০০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে ফেরার পথে বিরক্তি প্রকাশ করতেন।

advertisement

View More

আরও পড়ুনBollywood Actress Gossip: আগুনের গোলা নায়িকার ‘দিওয়ানা’ খোদ বিচারক! এক ঝলক পেতে ডেকে পাঠালেন কোর্টে, তারপর….দারুণ সেই কাহিনি!

মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে সমস্ত পর্যটকরা একপ্রকার খুশি। এ বিষয়ে নদিয়া মুর্শিদাবাদ বন বিভাগের মুখ্য বনপাল উৎপল নাগ জানান, আমাদের কাছে নির্দেশ এসেছে বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যের সমস্ত অভয়ারণ্য এবং রাষ্ট্রীয় উদ্যানে পর্যটকদের কাছ থেকে টিকিট না নেওয়ার। সেই মতো বেথুয়াডহরী অভয়ারণ্যতে পর্যটকদের কাছ থেকে কোনরকম টিকিট নেওয়া হচ্ছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Mainak Debnath 

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bethuadahari Wildlife Sanctuary: আর ১০০ টাকার টিকিট কেটে ঢুকতে হবে না বেথুয়া ডহরি অভয়ারণ্যে! একেবারে ফ্রি-তে ঘোরার সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল