৫ বার টনি অ্যাওয়ার্ড জয়ী দ্য সাউন্ড অফ মিউজিক-এর প্রস্তুতি এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে ব্রডওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ। তিরিশের দশকে অস্ট্রিয়া-ভিত্তিক এই গীতিনাট্য সাধারণত দ্বন্দের উর্ধ্বে গিয়ে সঙ্গীত, প্রেম এবং আনন্দের মাধ্যমে মানব আত্মার জয়ের চিহ্নই অঙ্কন করে। কালজয়ী এই প্রোডাকশনের একজিকিউটিভ প্রোডিউসার হিসেবে রয়েছেন সিমোন জেন্যাট এবং মার্ক রাউথ। আর জেনারেল ম্যানেজার হিসেবে রয়েছেন এরিক কর্নওয়েল। সেই সঙ্গে এই গীতিনাট্যের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ হল এর মধ্যে রয়েছে মোট ২৬টি কিংবদন্তী গান। এর মধ্যে অন্যতম হল মাই ফেভারিট থিংস, ডো রে মি, দ্য হিলস আর অ্যালাইভ এবং সিক্সটিন গোয়িং অন সেভেনটিন প্রভৃতি।
advertisement
আর কালজয়ী এই গীতিনাট্যের জন্য একেবারে আদর্শ স্থান হল নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার। কারণ মনোরম প্রাকৃতিক পটভূমি, লাইভ অর্কেস্ট্রা এবং স্টেজে লাইভ গানের হাত ধরে শ্রোতারা যেন ফিরে যেতে পারবেন সেই তিরিশের দশকে। ফলে গ্রীষ্মকালীন ছুটি আর কাটাতে যেতে হবে না দেশের বাইরে। এই গীতিনাট্যের হাত ধরেই ঘুরে নেওয়া যাবে বিদেশি কোনও জায়গায়।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা মুকেশ আম্বানি বলেন যে, “আমাদের এই সাংস্কৃতিক কেন্দ্রে ভারতের সর্বপ্রথম আন্তর্জাতিক ব্রডওয়ে মিউজিক্যাল উপস্থাপনা করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা এর আগে ভারতের সেরা দ্য গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল প্রদর্শন করেছি। তবে সর্বকালের সেরা এবং জনপ্রিয় আন্তর্জাতিক গীতিনাট্য ভারতের দরবারে আনতে পেরে আমরাও শিহরিত।” তিনি আরও যোগ করে বলেন যে, “আমি সব সময় বিশ্বাস করে এসেছি যে, শিল্পকলা সব জায়গায় আশা এবং আনন্দ ছড়িয়ে দিতে পারে। আর দ্য সাউন্ড অফ মিউজিক হল অত্যন্ত আনন্দদায়ক এক ক্লাসিক। আর আমার আশা যে, মুম্বই এবং ভারতের মানুষ নিজেদের পরিবারের সঙ্গে এই গীতিনাট্য উপভোগ করতে পারবেন।”