কলকাতা: বিমানে ভ্রমণকারী যাত্রীদের জন্য দুর্দান্ত সুখবর। আসলে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চুক্তি করেছে জনপ্রিয় দুই বিমান সংস্থা – এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা। বুধবার এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে, ভিস্তারার সঙ্গে একটি ইন্টারলাইন পার্টনারশিপ করা হয়েছে। ফলে দারুণ সুবিধা পেতে চলেছেন যাত্রীরা। কিন্তু কী কী সুবিধা পেতে চলেছেন তাঁরা, সেটাই এবার জেনে নেওয়া যাক।
এই চুক্তির পরে ওই দুই বিমান সংস্থার নেটওয়ার্কের মধ্যে নির্বিঘ্নেই ভ্রমণের সুবিধা পাবেন। অর্থাৎ এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারার এই অংশীদারিত্বের আওতায় যাত্রীরা একটি বোর্ডিং পাস ব্যবহার করে উভয় এয়ারলাইন্সেই ভ্রমণ করতে পারবেন। সেই সঙ্গে নিজেদের লাগেজও চেক-ইন করতে পারবেন।
আরও পড়ুন– দীর্ঘ সময় ধরে আকাশপথের যাত্রা! এই সব ফ্লাইটে ধৈর্য হারিয়ে রীতিমতো হাঁপিয়ে ওঠেন যাত্রীরা
এয়ার ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, এই দুই সংস্থার চুক্তির আওতায় কয়েছে ইন্টার এয়ারলাইন থ্রু চেক-ইন (আইএটিসিআই) বাস্তবায়ন। যার ফলে একক টিকিটে সমস্ত ট্রাভেল সেক্টরের জন্য যাত্রীরা গন্তব্যে উড়ে যাওয়ার আগে প্রথম ধাপে বোর্ডিং পাস পাবেন। এর পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগপত্রও চেক-ইন করা হবে। ভারতের বেশির ভাগ প্রধান বিমানবন্দরগুলির একই টার্মিনালে কাজ করে এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা। আসলে এয়ার ইন্ডিয়ার যাত্রীরা দেশের অভ্যন্তরে বহু শহরে গমন করতে পারবেন। একই ভাবে ভিস্তারার যাত্রীরাও এয়ার ইন্ডিয়া দ্বারা পরিচালিত বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ানের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছতে সক্ষম হবেন।
শুধু তা-ই নয়, সারা বিশ্বের বিমান সংস্থাগুলির সঙ্গেও শতাধিক ইন্টারলাইন চুক্তি এবং প্রায় ৫০টির কাছাকাছি থ্রু চেক-ইন চুক্তি রয়েছে। এই বিমান সংস্থাগুলির মধ্যে অন্যতম হল লুফৎহানসা, ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার কানাডা এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স ইত্যাদি।
এয়ার ইন্ডিয়ার চিফ একজিকিউটিভ অফিসার (সিইও) এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ক্যাম্পবেল উইলসন বলেন যে, “ভিস্তারার সঙ্গে আমাদের ইন্টারলাইন পার্টনারশিপ হওয়ার ফলে আমরা যারপরনাই আনন্দিত। আর দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে ভ্রমণকারী উভয় বিমান সংস্থার গ্রাহকদের সংযোগ এবং সুবিধা প্রদান করবে এই অংশীদারিত্ব। আমরা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও পশ্চিম এশিয়ার মতো এয়ার ইন্ডিয়ার গন্তব্যগুলিতে ভিস্তারার গ্রাহকদের অ্যাডিশনাল ট্রাভেল চয়েস দেওয়ার লক্ষ্যেই আমরা আপাতত রয়েছি।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।