Amitabh Bachchan in Don: ‘ডন’-এ অমিতাভ বচ্চনের থেকেও পারিশ্রমিক বেশি ছিল এই অভিনেতার! ছবিটিকে ঘিরে রয়েছে নানা মজার গল্প
Last Updated:
আর ‘ডন’-এর ভূমিকায় অমিতাভ বচ্চন ছাড়া কাউকেই ভাবা যায় না! তাঁর পাশাপাশি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রাণ এবং জিনাত আমনের মতো তারকারা।
‘ডন কো পকড়না মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়…’ সত্তরের দশকে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবির এই ডায়লগ অমর হয়ে রয়েছে। বলিউডের ক্লাসিক কাল্ট ছবিগুলির মধ্যে অন্যতম এটি। পরে অবশ্য রিমেক হয়েছে, কিন্তু প্রথম ছবিটির জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। তবে এই ছবিকে ঘিরে সেই সময় নানা মজার ঘটনা ঘটেছিল। সেই গল্পই আজ শোনা যাক।
advertisement
১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল ‘ডন’। আর ‘ডন’-এর ভূমিকায় অমিতাভ বচ্চন ছাড়া কাউকেই ভাবা যায় না! তাঁর পাশাপাশি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রাণ এবং জিনাত আমনের মতো তারকারা। ওই ছবির বাজেট ছিল প্রায় ৭ লক্ষ টাকা। কিন্তু মুক্তি পাওয়ার পরেই সমস্ত রেকর্ড ভেঙে বক্স অফিসে প্রায় ৭ কোটি টাকা আয় করেছিল ‘ডন’।
advertisement
advertisement
advertisement
কিন্তু কেন? অমিতাভের আগে থেকেই বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করতেন অভিনেতা প্রাণ। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। যেহেতু অমিতাভের থেকে তিনি সিনিয়র অভিনেতা, তাই নায়ক হওয়া সত্ত্বেও অমিতাভ প্রাণের থেকে কম পারিশ্রমিক পেয়েছিলেন। ওই ছবিতে প্রাণকে খোঁড়া হিসেবে দেখানো হয়েছে। তবে আসল চিত্রনাট্য কিন্তু সেভাবে সাজানো হয়নি। তাহলে রাতারাতি চিত্রনাট্য বদল হওয়ার কারণ কী? এর পিছনেও রয়েছে মজার গল্প।
advertisement
আসলে ছবির শ্যুটিং চলাকালীন প্রাণের পায়ে চোট লাগে। ঠিকমতো হাঁটতে পারছিলেন না অভিনেতা। তাঁকে যন্ত্রণায় ছটফট করতে দেখে পরিচালক নরিম্যান ইরানি নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তড়িঘড়ি ছবির চিত্রনাট্য পাল্টে দেন। যাতে শ্যুটিংয়ে কোনও সমস্যা না হয়। এর ফলে পায়ে চোট থাকা সত্ত্বেও নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে সক্ষম হন প্রাণ।
advertisement
আবার অনেকরই হয়তো জানা নেই যে, বলিউডের আর এক সুপারস্টার সঞ্জীব কুমারও এই ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন। তাঁর প্রবল ইচ্ছা ছিল ডিএসপি ডি’সিলভার ভূমিকায় অভিনয় করার। কিন্তু ততক্ষণে অভিনেতা ইফতেখারকে ওই চরিত্র করার জন্য চুক্তিবদ্ধ করে ফেলেছিলেন ছবির পরিচালক। ফলে সঞ্জীব কুমারের আর ওই ছবিতে অভিনয় করা হয়নি।