TRENDING:

Remedies to Prevent Nightmare: রাতের ঘুমে দুঃস্বপ্নের হানা? বালিশের নীচে এই ফুল ১ টি রাখলেই আর খারাপ স্বপ্ন দেখবেন না

Last Updated:

Remedies to Prevent Nightmare: কিছু স্বপ্ন ভাল হয়, তো আবার কিছু স্বপ্ন খারাপ। সাধারণত দুঃস্বপ্নের কারণে অনেকেই চমকে ওঠেন বা ঘুম থেকে জেগে ওঠেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাধারণত আমরা যখন রাতে গভীর ঘুমের মধ্যে থাকি, তখন নানা ধরনের স্বপ্ন দেখি। কিছু স্বপ্ন ভাল হয়, তো আবার কিছু স্বপ্ন খারাপ। সাধারণত দুঃস্বপ্নের কারণে অনেকেই চমকে ওঠেন বা ঘুম থেকে জেগে ওঠেন। খারাপ স্বপ্নের কারণে অনেক ব্যক্তিই ঠিক মতো ঘুমাতে পারেন না এবং দীর্ঘ দিন ধরে এই সমস্যা চলতে থাকলে তাঁরা অনিদ্রায় ভুগতে থাকেন। কোনও ব্যক্তি দীর্ঘ দিন অনিদ্রায় ভুগলে তাঁর মেজাজ খিটখিটে হয়ে যায়। অনিদ্রায় আক্রান্ত ব্যক্তিরা ছোটখাটো বিষয়ে রেগে যান। তবে এইসব স্বপ্ন নিয়ে আর ভয় পাওয়ার দরকার নেই। ভয়ঙ্কর স্বপ্ন না দেখার সমাধান বাস্তুশাস্ত্রে বর্ণিত আছে। বাস্তুশাস্ত্রের এই সব পদ্ধতি সম্পর্কে কামেশ্বর সিংদরভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের চেয়ারম্যান ড. ক্রুনাল কুমার ঝা আমাদের নানা পরামর্শ দিয়েছেন।
ভয়ঙ্কর স্বপ্ন না দেখার সমাধান বাস্তুশাস্ত্রে বর্ণিত আছে
ভয়ঙ্কর স্বপ্ন না দেখার সমাধান বাস্তুশাস্ত্রে বর্ণিত আছে
advertisement

কামেশ্বর সিং দ্বারভাঙা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ ক্রুনাল কুমার ঝা জানিয়েছেন, অপর্যাপ্ত ঘুমের কারণে শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মেহেন্দি ফুল। মাথার বালিশের নিচে মেহেন্দি ফুল রাখলে ভয়ের স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। অনেক সময় খারাপ স্বপ্নের কারণে মানুষ অজ্ঞান হয়ে যান এবং তাঁর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এই ধরনের ব্যক্তিদের জন্য একটি সর্বোত্তম প্রতিকার হল ঘুমোনোর সময় মাথার নীচে কিংবা বালিশের ভিতরে মেহেন্দি ফুল নিয়ে ঘুমোনো। এতে দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়া যাবে।

advertisement

যদি কোনও ব্যক্তি রাতে খারাপ স্বপ্ন দেখে বিরক্ত হন, তবে তাঁর উচিত একটি পাতলা কাপড়ে অল্প পরিমাণ ফটকিরি বেঁধে বালিশের নিচে রাখা। এতে করেও খারাপ স্বপ্ন দেখার সমস্যা দূর হয়। যদি কেউ রাতে ঘুমানোর সময় ভয় অনুভব করেন বা ভয়ের কারণে তার চোখ হঠাৎ ঘন ঘন খুলে যায়, তবে তিনি বালিশের নীচে একটি কাপড়ে ৫-৬টি ছোট এলাচ বেঁধে রাখতে পারেন।

advertisement

দুর্গা সপ্তশতী পাঠ:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পণ্ডিতজী আরও জানিয়েছেন যে, দুঃস্বপ্ন দেখার হাত থেকে বাঁচতে দুর্গা সপ্তশতী পাঠ করতে হবে। এই শ্লোক পাঠ করলে খারাপ স্বপ্নও ভাল স্বপ্নে পরিবর্তিত হয়। ড. ক্রুনাল কুমার ঝা আরও বলেন যে, এই প্রতিকারগুলি অবলম্বন করলে সমস্ত ধরনের খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাওয়া যায়। আর নিরাপদে ঘুমোনো সম্ভব হয়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Remedies to Prevent Nightmare: রাতের ঘুমে দুঃস্বপ্নের হানা? বালিশের নীচে এই ফুল ১ টি রাখলেই আর খারাপ স্বপ্ন দেখবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল