TRENDING:

North 24 Parganas News: ‘বন্ধু’ চেনাতেই পাড়ায় ঘুরছেন নীল শাড়ি পরা দিদিরা! অভিনব উদ্যোগ পুরসভার

Last Updated:

North 24 Parganas News:পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে নির্দিষ্ট দিনে পুরসভার গাড়িতে ফেলার বার্তা পৌঁছে দিতে, নির্মল সাথী মহিলারা নীল শাড়ি পরে এবং ওয়াকিটকি সাউন্ড সিস্টেমের মাধ্যমে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: এলাকার মানুষদের বিশেষ এই বন্ধুকে চেনাতেই, ওয়াকিটকি নিয়ে রাস্তায় নামছেন নীল শাড়ি পরা দিদিরা! নিউ ব্যারাকপুর পুরসভার বিভিন্ন এলাকায় সকাল হলেই দেখা মিলছে বিশেষ এই বন্ধুদের। নাগরিকদের মধ্যে বর্জ্য পৃথকীকরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে, পুরসভার উদ্যোগে চালু করা হয়েছে অভিনব এই পদ্ধতি।
advertisement

পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে নির্দিষ্ট দিনে পুরসভার গাড়িতে ফেলার বার্তা পৌঁছে দিতে, নির্মল সাথী মহিলারা নীল শাড়ি পরে এবং ওয়াকিটকি সাউন্ড সিস্টেমের মাধ্যমে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। নির্মল বন্ধুদের কাজ তুলে ধরে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাই জানানো হচ্ছে এলাকাবাসীদের।

আরও পড়ুন : ঝরঝরিয়ে পড়ছে রক্ত…বুড়ি নদীর শুকনো খাতে ওটা কী বসে আছে? ধরতে গেলেই ঘটল বড় অঘটন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুরসভার ২০টি ওয়ার্ডেই সপ্তাহব্যাপী চলছে এই বিশেষ সচেতনতা অভিযান। অলিগলি ঘুরে, নির্মল সাথী ও নির্মল বন্ধুরা জানিয়ে দিচ্ছেন বাড়ির আবর্জনা যেন সকলে যথাযথভাবে সবুজ ও নীল বালতিতে আলাদা করে নির্ধারিত বর্জ্য নিয়ে যাওয়ার গাড়িতেই ফেলা হয়। নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হলেই, শহর হয়ে উঠবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগ মুক্ত। এলাকার মানুষজনও পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North 24 Parganas News: ‘বন্ধু’ চেনাতেই পাড়ায় ঘুরছেন নীল শাড়ি পরা দিদিরা! অভিনব উদ্যোগ পুরসভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল