পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে নির্দিষ্ট দিনে পুরসভার গাড়িতে ফেলার বার্তা পৌঁছে দিতে, নির্মল সাথী মহিলারা নীল শাড়ি পরে এবং ওয়াকিটকি সাউন্ড সিস্টেমের মাধ্যমে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন। নির্মল বন্ধুদের কাজ তুলে ধরে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাই জানানো হচ্ছে এলাকাবাসীদের।
আরও পড়ুন : ঝরঝরিয়ে পড়ছে রক্ত…বুড়ি নদীর শুকনো খাতে ওটা কী বসে আছে? ধরতে গেলেই ঘটল বড় অঘটন
advertisement
পুরসভার ২০টি ওয়ার্ডেই সপ্তাহব্যাপী চলছে এই বিশেষ সচেতনতা অভিযান। অলিগলি ঘুরে, নির্মল সাথী ও নির্মল বন্ধুরা জানিয়ে দিচ্ছেন বাড়ির আবর্জনা যেন সকলে যথাযথভাবে সবুজ ও নীল বালতিতে আলাদা করে নির্ধারিত বর্জ্য নিয়ে যাওয়ার গাড়িতেই ফেলা হয়। নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হলেই, শহর হয়ে উঠবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগ মুক্ত। এলাকার মানুষজনও পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।