Kolkata Municipality: জঞ্জাল সমস্যা মেটাতে নতুন ধাপার জমির খোঁজ! হাওড়া, বিধাননগর থেকেও চাপ কমানোর চেষ্টা, রিসাইক্লিংয়ে জোর
- Published by:Satabdi Adhikary
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
এছাড়াও সার প্রকল্প, সিএনজি গ্যাস, প্লাস্টিক রিসাইকেল থেকে থারমোকল তৈরির গ্র্যানিউলস নানা ধরনের রিসাইক্লিং প্যান্ট রয়েছে ধাপায়। প্রতিদিনের জমা হওয়া জঞ্জালের প্রায় দেড় হাজার মেট্রিক টন রিসাইক্লিং হয় প্রতিদিন ধাপাতে। বর্তমানে কয়েকটি পুরসভার গাড়ি ধাপার সিএনজি গ্যাসে চলে।
কলকাতা: জঞ্জাল যন্ত্রণা থেকে মুক্তি পেতে রিসাইক্লিং আগামী দিনের ভবিষ্যৎ। কলকাতা পুরসভার জঞ্জালের স্তুপ ধাপাতে বিভিন্ন রিসাইক্লিং প্লান্ট ঘুরে দেখে অন্যান্য পুরসভাকেও এই পথে হাঁটতে পরামর্শ রাজ্যের পুর মন্ত্রীর। সম্প্রতি হাওড়া পুরসভার জঞ্জালের স্তূপ ভাগাড় এলাকার সমস্যা সামলাতে কলকাতা পুরসভা প্রতিদিন সেই জঞ্জাল কাঁধে নিচ্ছে। শুধু হাওড়া নয় বিধাননগর থেকে পানিহাটি অনেক পুরসভা ও উন্নয়ন সংস্থা কলকাতা পুরসভার ঢাকাতে জঞ্জাল পাঠায়। এবার সেই পুরসভাকে রিসাইক্লিং বার্তা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের।
অতিরিক্ত জঞ্জালের চাপ ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছে কলকাতা পুরসভার ধাপা। কলকাতা পুর এলাকা থেকে প্রতিদিন চার হাজার মেট্রিক টন জঞ্জাল আসে ধাপাতে। এছাড়া ধাপাতে নতুন চাপ হাওড়া পুরসভার জঞ্জাল। আগেই বিধাননগর সহ অন্যান্য পুরো এলাকা থেকেও জঞ্জাল আসত ধাপায়। এসব দিয়েই রোজ 5200 মেট্রিক টন জঞ্জাল জমা হয় ধাপাতে। এর মধ্যে মাত্র দেড় হাজার মেট্রিক টন জঞ্জাল রিসাইক্লিং এর কাজে লাগাতে পারছে পুরসভা। এই লক্ষ্যমাত্রা আরও বাড়াতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। জঞ্জালের পাহাড় সামলাতে আরও একটি বিকল্প ধাপারও জমি দেখছে পুরসভা।
advertisement
আরও পড়ুন: অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, ৭ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা !র
advertisement
এছাড়াও সার প্রকল্প, সিএনজি গ্যাস, প্লাস্টিক রিসাইকেল থেকে থারমোকল তৈরির গ্র্যানিউলস নানা ধরনের রিসাইক্লিং প্যান্ট রয়েছে ধাপায়। প্রতিদিনের জমা হওয়া জঞ্জালের প্রায় দেড় হাজার মেট্রিক টন রিসাইক্লিং হয় প্রতিদিন ধাপাতে। বর্তমানে কয়েকটি পুরসভার গাড়ি ধাপার সিএনজি গ্যাসে চলে। কলকাতা পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের ডিরেক্টর জেনারেল শুভাশিস চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন মেয়র আরও ইউনিট বাড়ানোর জন্য। ভবিষ্যতে কলকাতা পুরসভার সমস্ত গাড়ি যাতে ধাপার সিএনজিতে চলতে পারে সেই ব্যবস্থা করা হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
advertisement
এদিন মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার জয় হিন্দ জল প্রকল্প যেটা ধাপাতে অবস্থিত সেখানেও পরিদর্শন করেন। এই জল প্রকল্পে বর্তমানে প্রতি দিন ৩০ mg জল উৎপন্ন হয়। এর উৎপাদন ক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। সেই এক্সটেনশন কাজের গতি দেখতেই মেয়রের পরিদর্শন। ১৩২ কোটি টাকা ব্যয়ে প্রতিদিন ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন ক্ষমতা বাড়াবে জয়হীন প্রকল্প।সেখানে শ্রমিকের কম থাকার কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পান। মুর্শিদাবাদ মালদার শ্রমিক এর পরিবর্তে অন্য জায়গা থেকে শ্রমিক এনে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও মেয়র বলেন ইদ এবং চড়ক পুজোর জন্য অনেক শ্রমিকই ছুটিতে আছেন শ্রমিক নিয়ে কোনও সমস্যা হবে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 18, 2025 9:58 AM IST