TRENDING:

ব্রণ নিয়ে নাজেহাল? ত্বকের দাগ-ছোপ নিমেষে দূর করবে এই বিশেষ ঘরোয়া প্যাক

Last Updated:

কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে সহজেই ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ক্রমাগত বাড়তে থাকা দূষণের কারণে ত্বক নষ্ট হয়ে যায়। ত্বকে দাগ ও ব্রণ দেখা দিতে থাকে। দাগ ও ব্রণ থেকে বাঁচতে বিভিন্ন ক্রিম ব্যবহার করলেও এর  প্রতিকার পাওয়া যায় না। কিন্তু কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে সহজেই ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement

তুলসী- ত্বক সুস্থ রাখতে তুলসী অত্যন্ত  উপকারী। তুলসীতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ, ব্যাকটেরিয়া সংক্রমণ, ত্বকের ফুসকুড়ি ইত্যাদি নিরাময়ে সাহায্য করে। তুলসীর প্যাক ব্রণ দূর করতে সাহায্য করে।শুধু তাই নয়, তুলসী পাতার তাজা রস ব্রণ আক্রান্ত স্থানে লাগালেও উপকার পাওয়া যায়।

আরও পড়ুন: গোল মরিচেই ওজন কমবে! রান্নাঘরের এই উপাদানের গুণ শুনলে অবাক হবেন

advertisement

গোলাপ জল- গোলাপ জল ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। একটি পাত্রে এক চামচ তুলসীর গুঁড়া নিয়ে তাতে কিছু গোলাপ জল ও চন্দন গুঁড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে প্যাকের মতো মুখে লাগাতে হবে। আধ ঘণ্টা পর প্যাকটি ভাল করে শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।  মধু এবং গোলাপ জলের সঙ্গে তুলসী মিশিয়ে লাগালেও ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলেও ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া যায়।

advertisement

নিম- নিম একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক ওষুধ। ব্রণ দূর করতে নিম পাতার রস লাগালে উপকার পাওয়া যায়। নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে । একটি পাত্রে গোলাপ জলের সঙ্গে এই গুঁড়ো মিশিয়ে প্যাকের মতো মুখে লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে। এই প্যাক মাখলে ব্রণ ও ফুসকুড়ির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

advertisement

আরও পড়ুন: বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? মানুন এই ৫ টিপস, যন্ত্রণা থেকে আরাম পাবেন নিমেষেই

চন্দন- চন্দন বিশেষ করে লাল চন্দন ত্বকের  জন্য খুবই উপকারী। লাল চন্দনে অ্যান্টি -সেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি ত্বকের পিগমেন্টেশন এবং পিম্পল ইত্যাদি সমস্যা দূর করে এবং ত্বককে দাগ মুক্ত করে। একটি পাত্রে এক চামচ লাল চন্দনের গুঁড়ো এবং একই পরিমাণ নিমের গুঁড়ো মিশিয়ে নিন। এবার এতে ১ চামচ তাজা দই যোগ করুন, ভালো করে মিশিয়ে প্যাকটি মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে ফেলতে হবে, এটি ব্রণ কমাতে সাহায্য করবে।

advertisement

মুলতানি- মুলতানি মাটির প্যাক লাগালেও ব্রণের সমস্যাও দূর হয়। মুলতানি মাটির সঙ্গে সামান্য গোলাপ জল ও হলুদ মিশিয়ে লাগালে ব্রণ দূর হবে এবং মুখ উজ্জ্বল হবে।

- তুলসী, হলুদ এবং গোলাপ জল মিশিয়ে তৈরি একটি ফেসপ্যাক ব্রণ দূর করতেও কার্যকর বলে বিবেচিত হয়।

মধু এবং গোলাপ জলের সাথে তুলসী মিশিয়ে লাগালে নখের ব্রণ ও দাগের সমস্যাও উপশম হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

চন্দনের গুঁড়ায় গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলেও ব্রণের দাগ কমে যাবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্রণ নিয়ে নাজেহাল? ত্বকের দাগ-ছোপ নিমেষে দূর করবে এই বিশেষ ঘরোয়া প্যাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল