TRENDING:

Neem Leaves to stop Dandruff: খুসকির সমস্যায় জেরবার? সমাধান লুকিয়ে নিমপাতায়

Last Updated:

Neem Leaves to stop Dandruff: নিমের সুপ্রভাবে (Neem as remedy to Dandruff) খুসকি দূর হওয়ার পাশাপাশি বজায় থাকে চুলের উজ্জ্বলতা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্ক্যাল্প শুষ্ক হলে খুসকির (Dandruff Problem) কারণে বার বার বিব্রত আপনি হতে পারেন ৷ এই সমস্যার অন্যতম কারণ ত্বকের মৃত কোষ ৷ পাশাপাশি ম্যালাসেজিয়া ছত্রাকও খুসকির জন্য সক্রিয় ৷শীতকালে খুসকি বাড়লেও সারা বছরই এই সমস্যায় ভোগেন অনেকেই ৷ খুসকির চিকিৎসা না করলে শেষ অবধি তা চুল পড়ে যাওয়ার কারণও হয় ৷ খুসকি দূর করার জন্য ব্যবহার করতে পারেন নিমপাতা (Neem Leaves) ৷ বিভিন্ন ভাবে এই ঘরোয়া টোটকা ব্যবহার করা যায় ৷ নিমের সুপ্রভাবে (Neem as remedy to Dandruff) খুসকি দূর হওয়ার পাশাপাশি বজায় থাকে চুলের উজ্জ্বলতা ৷
advertisement

শুনতে আশ্চর্য লাগলেও, বিশেষজ্ঞরা মনে করেন খুসকি দূর করতে নিমের প্রভাব সবথেকে ভাল ভাবে পেতে নিমপাতা সকালে খালি পেটে চিবিয়ে খেতে হবে ৷ খুব তিতো স্বাদ সহ্য করতে না পারলে জলে ফুটিয়ে নিমের ক্বাথ তৈরি কতে পারেন ৷ পরিবর্তন দেখতে পাবেন কিছু দিনেই ৷

বাড়িতেই তৈরি করে নিন নিম তেল ৷ নারকেল তেলের সঙ্গে নিম পাতা ফুটিয়ে নিন ৷ সঙ্গে মেশান কয়েক ফোঁটা লেবুর রস ৷ এই মিশ্রণ ভালভাবে মালিশ করুন মাথায় ৷ তবে এই তেল মাখার পর রোদে যাবেন না ৷ বরং, রাতভর এই তেল মাখার পর সকালে চুল ভল করে ধুয়ে ফেলুন ৷

advertisement

আরও পড়ুন : অরগ্যাঞ্জা ঢাকাই জামদানির সঙ্গে মুক্তো ও স্ফটিকের ব্লাউজে নোরা যেন অপার্থিব সুন্দরী

টকদই আর নিমপাতার মিশ্রণ তৈরি করুন ৷ স্ক্যাল্প ও চুলে ভাল করে মিশ্রণ মাখার পর অপেক্ষা করুন আধঘণ্টা ৷ টক দইয়ের গুণে চুল রেশমি ও মসৃণ হবে ৷ নিমপাতার ওষধি গুণে স্ক্যাল্পের সমস্যা দূর হবে ৷

advertisement

নিম পাতা মিক্সিতে পেস্ট করে নিন ৷ তার সঙ্গে মেশান মধু ৷ তৈরি আপনার নিম হেয়ার মাস্ক ৷ স্ক্যাল্পে এই মিশ্রণ মালিশ করার পর আধঘণ্টা অপেক্ষা করুন ৷ তার পর পুরোটা শুকিয়ে যাওয়ার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন ৷

আরও পড়ুন : বাসে উঠলে বা পাহাড়ি পথে গেলেই বমি পায়? রইল কিছু ঘরোয়া টোটকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চুলের জন্য নিম খুব ভাল কন্ডিশনারও ৷ কিছু নিমপাতা জলে ফুটিয়ে নিন ৷ তার পর ঠান্ডা করে সেই মিশ্রণ ছাঁকনিতে ছেঁকে নিলেই তৈরি নিমের কন্ডিশনার ৷ শ্যাম্পুর পর এই কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ চেষ্টা করুন সব সময় নিম শ্যাম্পু ব্যবহার করতে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Neem Leaves to stop Dandruff: খুসকির সমস্যায় জেরবার? সমাধান লুকিয়ে নিমপাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল