TRENDING:

National Dentist’s Day 2022: দাঁত থাকতেই মর্ম বুঝুন! জাতীয় দন্ত চিকিৎসক দিবসে জেনে নিন এর ইতিহাস

Last Updated:

Father of Modern Dentistry in India: ডঃ রফিউদ্দিন আহমেদকে ভারতে আধুনিক দন্তচিকিৎসার (Father of Modern Dentistry in India) জনক বলা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রতি বছর, ৬ মার্চ জাতীয় দন্ত চিকিৎসক দিবস (National Dentist’s Day 2022) হিসাবে পালিত হয়। সমাজে দাঁতের চিকিৎসকদের অবদানের প্রশংসা করার জন্য এবং একই সঙ্গে মৌখিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে দিনটি উদযাপন করা হয়। এই National Dentist’s Day 2022-এর ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে কিছু কথা রইল এখানে।
advertisement

আরও পড়ুন- নকল চোখের পাতা লাগাবেন ভাবছেন? তার আগে জেনে নিন এই খুঁটিনাটিগুলো!

National Dentist’s Day 2022: ইতিহাস

পেশা হিসাবে দন্তচিকিত্সা (Dentistry) সুপ্রাচীন। ১৭০০-এর দশকের কাছাকাছিই দাঁতের ডাক্তাররা পেশাদারি দিক থেকে ব্যাপকভাবে স্বীকৃতি পান। যদিও তার আগেও, হিপোক্রেটিস ও অ্যারিস্টটল দন্তচিকিত্সা সম্পর্কে লিখেছিলেন এবং দাঁতের ক্ষয়ের চিকিত্সার উপর জোর দিয়েছিলেন। ১৫৩০ সালে, দন্তচিকিৎসা বিষয়ক একটি বই প্রকাশিত হয়েছিল যার নাম ছিল ‘দ্য লিটল মেডিসিনাল বুক ফর অল কাইন্ডস ডিজিজেস অ্যান্ড ইনফরমিটিস অফ দ্য টিথ’।

advertisement

এক ফরাসি শল্যচিকিৎসক পিয়েরে ফাউচার্ডকে ১৭২৪ সালে আধুনিক ডেন্টিস্ট্রির (Father of Modern Dentistry) জনক ঘোষণা করা হয়।

১৮৪০ সালে বাল্টিমোর কলেজ অফ ডেন্টাল সার্জারি নামে প্রথম ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। ডঃ রফিউদ্দিন আহমেদকে ভারতে আধুনিক দন্তচিকিৎসার (Father of Modern Dentistry in India) জনক বলা হয়।

আরও পড়ুন- পোষ্যদের ছেড়ে যেতে চাইছেন না ইউক্রেনীয়রা! যুদ্ধবিধ্বস্ত দেশে ভাইরাল পোষ্যদের ছবি

advertisement

ভারতে, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন (Indian Dental Association) দন্তচিকিৎসকদের প্রতিনিধিত্ব করে। দাঁতের যত্নের (dental care) সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের সম্মান জানাতে এই বিশেষ দিবসটি পালন করা হয়। ডেন্টাল সার্জন, অর্থোডেন্টিস্ট, পিরিয়ডেন্টিস্ট, পেডিয়াট্রিক ডেন্টিস্ট, প্রস্টোডেন্টিস্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল টেকনিশিয়ান, ডেন্টাল থেরাপিস্ট সকলের কাজের প্রতি শ্রদ্ধা জানায় এই দিনটি। যদিও এই দিনটির পিছনে কোনও নির্দিষ্ট ইতিহাস নেই।

advertisement

National Dentist’s Day 2022: তাৎপর্য

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জাতীয় দন্তচিকিৎসক দিবসের তাৎপর্য হচ্ছে মুখের স্বাস্থ্যের সঠিক যত্ন, দাঁতের যত্নের সুঅভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত দাঁতের যত্নবিধি মেনে চলার বিষয়টিকে উৎসাহ দেওয়া। নিয়মিত ডেন্টাল চেকআপ করার সচেতনতা ছড়িয়ে দেওয়াও এই দিনটির লক্ষ্য। দাঁতের ব্যথা, ক্ষয় সহ দাঁত ও মাড়ির স্বাভাবিক সুস্বাস্থ্যের জন্য চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
National Dentist’s Day 2022: দাঁত থাকতেই মর্ম বুঝুন! জাতীয় দন্ত চিকিৎসক দিবসে জেনে নিন এর ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল