TRENDING:

নখ ভেঙে যায় যখন তখন! মুক্তি পেতে নখে লাগান এই বিশেষ তেল!

Last Updated:

Oil to protect nails: নখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। আর এ জন্য প্রথম পদক্ষেপ হতে পারে নিয়মিত ভাবে কিউটিকল অয়েল লাগানো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কথায় বলে সৌন্দর্য মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত থাকে। আক্ষরিক অর্থেই তাই। নখ সুন্দর করার জন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি আমরা। হাত হোক বা পা, নখে প্রায় সকলেই বিভিন্ন ধরনের নেইল পেইন্ট লাগিয়ে থাকেন। কিন্তু সমস্যা দেখা দেয় অন্যত্র। সুন্দর সুগঠিত নখ ভেঙে যেতে পারে যখন তখন। আর তার ফলে সুন্দর করে সাজগোজ প্রায় সবটা মাটি হয়।
নখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন
নখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন
advertisement

তাই নখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। আর এ জন্য প্রথম পদক্ষেপ হতে পারে নিয়মিত ভাবে কিউটিকল অয়েল লাগানো।

কিউটিকল অয়েল নখকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। তবে শুধু এটুকুই নয়, বরং নখের সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক হতে পারে এই তেল। খোলা বাজারে খুব সহজেই কিউটিকল অয়েল পাওয়া যেতে পারে। কিন্তু কেউ চাইলে নিজের বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই বিশেষ তেল। দেখে নেওয়া যাক সহজে কয়েকটি কিউটিকল অয়েল তৈরি করার সহজ উপায়—

advertisement

আরও পড়ুন :  নানা সমস্যার অব্যর্থ দাওয়াই! প্রতিদিন ডায়েটে যোগ করতে হবে দু’টি করে ভেজানো খেজুর!

নারকেল তেল দিয়ে কিউটিকল অয়েল

লিনোলিক এবং লরিক অ্যাসিডের মতো পুষ্টিতে সমৃদ্ধ হওয়ায় নারকেল তেল নখে পুষ্টি জোগায়।

প্রয়োজনীয় উপাদান

১টি ভিটামিন ই ক্যাপসুল

এক টেবিল চামচ ভার্জিন নারকেল তেল

advertisement

৪-৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল

কিউটিকল অয়েল তৈরির পদ্ধতি

একটি ছোট কাচের পাত্রে সমস্ত তেল একত্রিত করে ভাল ভাবে নেড়ে নিতে হবে।

শীতে নারকেল তেল শক্ত হয়ে গেলে প্রথমে তা গরম করে নিতে হবে।

ঠান্ডা তেলের মিশ্রণ কাচের বোতলে ঢেলে নেওয়া যেতে পারে।

এরপর প্রতিবার ম্যানিকিউর করার সময় এই কিউটিকল অয়েলটি ব্যবহার করে হালকা মাসাজ করতে হবে।

advertisement

ক্যাস্টর অয়েল দিয়ে কিউটিকল অয়েল

নখের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করাও খুব ভাল বলে মনে করা হয়। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগানো যেতে পারেন।

প্রয়োজনীয় উপাদান

এক চা চামচ ক্যাস্টর অয়েল

এক চা চামচ ভার্জিন নারকেল তেল

ক্যাস্টর অয়েল তৈরির পদ্ধতি

advertisement

কিউটিকল অয়েল তৈরি করতে, একটি কাচের পাত্রে সমান পরিমাণে ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল মিশিয়ে নিতে হবে।

এ বার এই তেলের মিশ্রণটি নেইল পলিশ অ্যাপলিকেটরের সাহায্যে নিজের নখে লাগিয়ে নেওয়া যেতে পারে।

অলিভ অয়েল দিয়ে কিউটিকল অয়েল

অলিভ অয়েল দুর্বল নখকে মজবুত করতে সাহায্য করে। এ ছাড়াও, নখের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে।

প্রয়োজনীয় উপাদান

একটি ভিটামিন ই ক্যাপসুল

আধ চা চামচ বাদাম তেল

২ চা চামচ ভার্জিন অলিভ অয়েল

৪-৫ ফোঁটা লেমন এসেনসিয়াল অয়েল

৪-৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনসিয়াল অয়েল

কিউটিকল তেল তৈরির পদ্ধতি

প্রথমে একটি কাচের পাত্রে নিয়ে তাতে সব তেল মিশিয়ে নিতে হবে।

এ বার এটিকে ভাল ভাবে মিশিয়ে নেলপলিশ অ্যাপ্লিকেটরের সাহায্যে নিজের নখে লাগিয়ে নিতে হবে।

এর পর খানিকক্ষণ নখ মাসাজ করা দরকার। ধোয়ার প্রয়োজন নেই।

জোজোবা তেল দিয়ে কিউটিকল তেল

জোজোবা তেল নখকে স্বাস্থ্যকর এবং নরম করতে সাহায্য করে।

প্রয়োজনীয় উপাদান

একটি ভিটামিন ই ক্যাপসুল

এক চা চামচ জোজোবা তেল

রোজমেরি এসেনসিয়াল অয়েল কয়েক ফোঁটা

ল্যাভেন্ডার এসেনসিয়াল অয়েল কয়েক ফোঁটা

কিউটিকল তেল তৈরির পদ্ধতি

প্রথমে একটি কাচের পাত্রে এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে।

এ বার এতে অন্য তেলগুলি মিশিয়ে ভাল ভাবে নেড়ে নিতে হবে।

এ বার নেইল অ্যাপলিকেটরের সাহায্যে নখে তেল লাগিয়ে মাসাজ করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নখ ভেঙে যায় যখন তখন! মুক্তি পেতে নখে লাগান এই বিশেষ তেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল