জানা গিয়েছে, রাইবেঁশে শিল্পীদের বিশ্বমানের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনদিনের প্রশিক্ষণের আয়োজন করা হল। মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আঙ্গিকভিত্তিক লোকশিল্পীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হল। তিনদিনের এই কর্মশালার উদ্বোধন করা হয়। কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে কান্দি মহকুমা-সহ জেলার বিভিন্ন জায়গা থেকে আসা রায়বেঁশে শিল্পীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং। এছাড়াও উপস্থিত জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
advertisement
কী এই রায়বেঁশে ? রায় কথার অর্থ বড় বা সম্ভ্রান্ত৷ বেঁশে কথার অর্থ বাঁশ৷ অর্থাৎ বাঁশের তৈরি শক্ত লাঠি দিয়ে দেখানো কসরত৷ আনুমানিক কয়েকশো বছর আগে বীরভূমে রায়বেঁশের পথচলা শুরু। শোনা যায়, জমিদারদের লাঠিয়ালরা রায়বেঁশে করত৷ তাঁদের পায়ে থাকত ঘুঙুর, হাতে লাঠি বা লম্বা বাঁশ৷ ঢোল ও করতালের তালে তালে তাঁরা শারীরিক কসরত দেখাতেন।
জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক জানিয়েছেন, সরকারি সহযোগিতায় লোকশিল্পের প্রসারে জেলায় এই প্রথম রায়বেঁশে লোকনৃত্য শিল্পীদের নিয়ে এই ধরনের কর্মশালা হচ্ছে। ৫০ জন শিল্পী অংশ গ্রহণ করেছেন।”
কৌশিক অধিকারী





