মৃত কোষ সরিয়ে দেয়ঃ
বাজারে অনেক স্ক্রাবার বা এক্সফোলিয়েটর পাওয়া গেলেও, দুধ আর মুলতানি মাটির মিশ্রণের কোনও তুলনা নেই। মুলতানি মাটি ত্বকের উপরিভাগের মৃত কোষ সরিয়ে দেয়। তখন ত্বকের নিচের অংশ উন্মুক্ত হয়ে পড়ে এবং ত্বকের আর্দ্রতার প্রয়োজন হয়। সেই আর্দ্রতা জোগায় দুধ। আর মুলতানি মাটি আর দুধ দুটোই যেহেতু প্রাকৃতিক উপাদান তাই ত্বকের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলিতে শহরে নাশকতার আশঙ্কা! থানাগুলিকে সতর্ক করল কলকাতা পুলিশ
অ্যাকনে দূর করেঃ
অ্যাকনে ত্বকের একটি বড় সমস্যা। বাজারে অনেক জেল ও ফেসওয়াশ পাওয়া যায় যারা দাবি করে যে তারা অ্যাকনে কমিয়ে দেবে। সে সবে কান না দিয়ে মুলতানি মাটি আর দুধের মিশ্রণ লাগালেই কাজ দেবে। এই মিশ্রণ ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা দূর করে।
ত্বকে তারুণ্য নিয়ে আসেঃ
অনেক সময় জীবনযাত্রার চাপে আর দূষণের জেরে সময়ের অনেক আগেই ত্বকে বলিরেখা দেখা দিতে শুরু করে। দুধ আর মুলতানি মাটির এই মিশ্রণ নিয়মিত লাগালে ত্বকের তারুণ্য বজায় থাকবে। কারণ এই মিশ্রণ ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুনঃ জাঙ্গিপাড়ায় নাবালিকা খুনের তদন্তে নয়া মোড়, পুলিশের জালে ৪ অভিযুক্ত
ত্বকে উজ্জ্বলতা আনেঃ
না, কোনও দামী ক্রিম নয়, মুখের দাগ ছোপ সরিয়ে ত্বকে উজ্জ্বলতা আনতে হলে ব্যবহার করতে হবে এই দুধ আর মুলতানি মাটির প্রলেপ। এই প্যাক মুখে উজ্বলতা নিয়ে আসবে।
ট্যানিং দূর করেঃ
নানা কাজে আমাদের বাইরে বেরো তেই হয়।আর বাইরে বেরোলেই সূর্যের আলো ত্বকের ক্ষতি করতে শুরু করে দেয়। এর থেকে বাঁচতে হলেও এই মিশ্রণ কাজে আসবে। এছাড়াও ত্বকে জ্বালা পোড়া ভাব, লালচে ভাব, র্যাশ আর চুলকানিও দূর করে এই প্যাক।