TRENDING:

Mouni Roy’s pre wedding celebration : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে

Last Updated:

সামাজিক মাধ্যমে এখনও চর্চিত ও নন্দিত তাঁর হলদি বা গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি (Mouni Roy’s pre wedding celebration)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফুল ফুটুক, না ফুটুক, সামাজিক মাধ্যমে আজ বসন্ত৷ শুধু মধুমাস নয়, হলুদ বসন্ত৷ সৌজন্যে মৌনী রায়ের ‘হলদি’ অনুষ্ঠান৷ ইতিমধ্যেই তিনি গাঁটছড়া বেঁধেছেন৷ ঘরনি হয়েছেন সুরজ নাম্বিয়ারের৷ কিন্তু সামাজিক মাধ্যমে এখনও চর্চিত ও নন্দিত তাঁর হলদি বা গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি (Mouni Roy’s pre wedding celebration)৷
advertisement

গোয়ার ক্যান্ডোলিমে ‘হিলটন রিসর্ট’-এ মৌনী-সুরজের প্রাক বিয়ে অনুষ্ঠান হয়৷ অর্জুন বিজলানির স্ত্রী নেহা স্বামী বিজলানির ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে সুরজ ও নেহা দু’জনেই হলুদ ফুলে ভর্তি বড় পাত্রে বসেছিলেন৷

আরও পড়ুন : বিয়ের বেনারসি কেনার সময়ে এই ব্যাপারগুলো মাথায় রাখতে ভুলবেন না

সাদা ও সোনালি কম্বিনেশনের লেহঙ্গা এবং সাদা দুপাট্টায় মৌনীর সাজের দায়িত্বে ছিলেন অনুরাধা খুরানা৷ অভিনেত্রীর গায়ে হলুদের সাজ সম্পূর্ণ হয়েছে মাংটিকা, কানের দুল ও হাতফুলের মতো অলঙ্কারে৷

advertisement

আরও পড়ুন : নতুন বছর, নতুন নিয়ম! সাজের পালাবদলে বিশেষ দিনে হবু বরেদের সঙ্গে থাক এই স্টাইল টিপস!

পায়েল সিঙ্ঘলের নক্সায় তৈরি হলুদ লেহঙ্গা স্কার্টে ‘মেহন্দি’ অনুষ্ঠানে সেজেছিলেন মৌনী৷ তাঁর ধূসর দুপাট্টায় যেন বাঁধ না মানা উচ্ছ্বলতা৷ স্কার্টের জমিন জুড়ে ছিল ছোট ছোট ফুলের মোটিফ৷ স্কার্টের সঙ্গে মৌনী পরেছিলেন এম্ব্রয়ডারি করা স্লিভলেস চোলি৷ তার নেকলাইন জুড়ে ছিল কড়িসাজ৷ সাজের যোগ্য সঙ্গত দিয়েছে মাং টিকা ও চাঁদবালি৷ তাঁর মেহন্দি লুক স্টাইল করেছেন ঋষিকা দেবনানী৷

advertisement

আরও পড়ুন : প্যারালাইসিস রোগীকে স্বাভাবিক জীবনে ফেরাতে এ কী করলেন নার্স; ভাইরাল ভিডিও!

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অর্জুন বিজলানি, মন্দিরা বেদি, ওমকার কপূর এবং জিয়া মুস্তাফা-সহ ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে ‘মেহন্দি লগা কে রখনা’ গানের সঙ্গে নেচে ওঠেন মৌনী৷ ‘সঙ্গীত’ ও ‘মেহন্দি’-অনু্ষ্ঠান দু’টিরই প্রেক্ষাপটে ছিল সমুদ্র৷ প্রাক বিয়ের সব পর্ব জুড়েই ছিল বলিউডি সুর৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mouni Roy’s pre wedding celebration : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল