TRENDING:

Mouni Roy bridal look: মাথাপাটি, কোমরবন্ধনী, বালা থেকে লালপাড় সাদা শাড়ি, মৌনীর কনেসাজে মিশে গেল মালয়লি ও বাঙালি ঐতিহ্য

Last Updated:

Mouni Roy bridal look: মৌনীর অলঙ্কারের নক্সাতেও বাঙালি ও মালয়লি রীতি মিশেছে এক বিন্দুতে৷ দুই ঘরানার ছাপ স্পষ্ট অলঙ্কারের নক্সায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মৌনী-সুরজের বিয়েতে মিলেমিশে একাকার বাঙালি ও মালয়লি রীতি রেওয়াজ ঐতিহ্য৷ দীর্ঘ দিনের প্রেমিক সুরজকে বৃহস্পতিবার মৌনী বিয়ে করলেন মালয়লি রীতিতে৷ কনেসাজে মৌনীর পরনে ছিল সনাতনী বাঙালি লালসাদা যুগলবন্দি (Mouni Roy wedding)৷ সাদা শাড়িতে চওড়া লাল জরিপাড়৷
advertisement

মৌনীর অলঙ্কারের নক্সাতেও বাঙালি ও মালয়লি রীতি মিশেছে এক বিন্দুতে৷ দুই ঘরানার ছাপ স্পষ্ট অলঙ্কারের নক্সায়৷ বিয়ের দিনের জন্য মৌনী বেছে নিয়েছেন চিরাচরিত দক্ষিণী ঘরানার ‘টেম্পল জুয়েলারি’৷ সনাতনী নক্সায় অলঙ্কারের মধ্যে ছিল গণেশমূর্তির লকেট-সহ হার, চোকার, মাথাপাটি, কোমরবন্ধনী ও বালা৷ বিনুনিতে বাঁধা কেশসজ্জায় অলঙ্কার ছাড়াও ছিল ফুল৷ এছাড়া কাজলকালো চোখ ও ঠোঁটের লিপস্টিক ছাড়া মৌনীর মেকআপ ছিল মৃদু৷

advertisement

আরও পড়ুন : গাঁটছড়া বাঁধার পরও সামাজিক মাধ্যমে হলুদ বসন্ত মৌনীর প্রাক বিয়ের পার্বণে

অন্যদিকে বর সুরজের পরনে ছিল বেইজ কুর্তা এবং কেরলের সনাতনী সোনালি পাড় সাদা বস্ত্রখণ্ড ‘মুণ্ডু’৷ মালয়লি রীতি মেনে মৌনীর গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন সুরজ৷

আরও পড়ুন :  বিয়ের বেনারসি কেনার সময়ে এই ব্যাপারগুলো মাথায় রাখতে ভুলবেন না

অনাড়ম্বর মালয়লি বিয়ের সজ্জা ছিল ফুল৷ সকালে মালয়লি রীতিতে বিয়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাঙালি রীতিতে সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি৷ সূত্র থেকে জানা যাচ্ছে রাতে বিয়ের বাসরে মৌনী পরবেন সব্যসাচীর নক্সায় তৈরি শাড়ি৷

advertisement

আরও পড়ুন : নতুন বছর, নতুন নিয়ম! সাজের পালাবদলে বিশেষ দিনে হবু বরেদের সঙ্গে থাক এই স্টাইল টিপস!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মৌনী সুরজের প্রাক বিয়ের অনুষ্ঠান হলদি ও মেহন্দিও ছিল চোখ ধাঁধাঁনো৷ মৌনী পরেছিলেন পায়েল সিঙ্ঘলের নক্সায় তৈরি হলুদ লেহঙ্গা ও ধূসর টাসলস৷ তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন অর্জুন বিজলানি এবং মন্দিরা বেদী৷ তাঁদের প্রাক বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মন্দিরা৷ ছবির সঙ্গে তিনি লেখেন ‘‘মন, সুরজ...সুতরাং সব শুরু হল৷ আমি তোমাদের দু’জনকে ভালবাসি৷ তোমরা জানোও না তোমাদের আমি কত ভালবাসি৷’’ পরে মৌনী-সুরজের বিয়ের পর নববিবাহিত দম্পতিকেও শুভেচ্ছা জানান মন্দিরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mouni Roy bridal look: মাথাপাটি, কোমরবন্ধনী, বালা থেকে লালপাড় সাদা শাড়ি, মৌনীর কনেসাজে মিশে গেল মালয়লি ও বাঙালি ঐতিহ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল