TRENDING:

Mosquito Repellent Device: মশা থেকে বাঁচতে কয়েল বা তেল ব্যবহার করছেন? বাঁচার বদলে মৃত্যু এসে দাঁড়াচ্ছে দুয়ারে

Last Updated:

Mosquito Repellent Device: মশা মারার কয়েল কিংবা তেলে হতে পারে মারাত্মক ক্ষতি। বারোটা বাজছে ফুসফুস, হার্টের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গরম পড়তেই মশার উপদ্রব? মশারি টাঙানোর অভ্যেস নেই। ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো ডেঞ্জারাস সব রোগের হাতছানি। মশা মারার কয়েল কিংবা তেলে হতে পারে মারাত্মক ক্ষতি। বারোটা বাজছে ফুসফুস, হার্টের।
ভুলেও ব্যবহার নয়
ভুলেও ব্যবহার নয়
advertisement

মশা থেকে কত কী না রোগ হয়, এই যেমন এখন দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি। এতে দারুণ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে ও হাড়ের সংযোগস্থলে ব্যথা। এছাড়া র‍্যাশ, বমি বমি ভাব। তালিকায় রয়েছে ম্যালেরিয়াও। পি ফ্যালসিফেরাম সবচেয়ে প্রাণঘাতী। মাথায় আক্রমণ করে। মৃত্যু পর্যন্ত হতে পারে।

advertisement

আরও পড়ুন: একবার ঘুরতেই দিন কাবার, কলকাতায় তৈরি শুরু ‘বৃহত্তম’ শপিং মলের! কোথায় হচ্ছে জানেন?

মশা মারতে আপনি তো আর বাড়িতে কামান দাগতে পারেন না। অগত্যা মশা মারার কয়েল। সেই কয়েল বা তেল ব্যবহার করে মশা মারতে গিয়ে ডেকে আনছেন নিজের মৃত্যু। শ্বাসকষ্ট। কাশি। ফুসফুসের সমস্যা। ফুসফুসের ক্যানসারের সম্ভাবনা ৪০ শতাংশ বাড়িয়ে দেয়। কয়েলের সূক্ষ্ম গুঁড়ো শ্বাসনালি এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়।

advertisement

আরও পড়ুন: ‘শুনুন, শুনুন, শুনুন…’ মাইকে এক ঘোষণাতেই ছ্যাঁৎ করে উঠল বুক! গ্রাস করল তুমুল আতঙ্ক

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

দীর্ঘদিন এই কয়েল বা তেল ব্যবহারে চোখের ভয়ানক ক্ষতি হয়। মানুষের শরীরে স্লো পয়জনিং করে। হার্টের সমস্যা দেখা দেয়। প্রায় সমস্ত মশার কয়েলেই থাকে অ্যালেট্রিন। এটি মস্তিষ্ক ও রক্তের ভেদ্যতা বাড়িয়ে দেয়। কয়েলের ধোঁয়া শিশুদের জন্য আরও বেশি বিপজ্জনক বলে দাবি বিশেষজ্ঞদের। তাহলে উপায়? উভয় সঙ্কটে পড়লেন তো? সাপ মরবে, লাঠিও ভাঙবে না, তার উপায় কী? মশা মারতে ঘরোয়া টোটকা।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mosquito Repellent Device: মশা থেকে বাঁচতে কয়েল বা তেল ব্যবহার করছেন? বাঁচার বদলে মৃত্যু এসে দাঁড়াচ্ছে দুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল