মশা থেকে কত কী না রোগ হয়, এই যেমন এখন দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি। এতে দারুণ জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে ও হাড়ের সংযোগস্থলে ব্যথা। এছাড়া র্যাশ, বমি বমি ভাব। তালিকায় রয়েছে ম্যালেরিয়াও। পি ফ্যালসিফেরাম সবচেয়ে প্রাণঘাতী। মাথায় আক্রমণ করে। মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
আরও পড়ুন: একবার ঘুরতেই দিন কাবার, কলকাতায় তৈরি শুরু ‘বৃহত্তম’ শপিং মলের! কোথায় হচ্ছে জানেন?
মশা মারতে আপনি তো আর বাড়িতে কামান দাগতে পারেন না। অগত্যা মশা মারার কয়েল। সেই কয়েল বা তেল ব্যবহার করে মশা মারতে গিয়ে ডেকে আনছেন নিজের মৃত্যু। শ্বাসকষ্ট। কাশি। ফুসফুসের সমস্যা। ফুসফুসের ক্যানসারের সম্ভাবনা ৪০ শতাংশ বাড়িয়ে দেয়। কয়েলের সূক্ষ্ম গুঁড়ো শ্বাসনালি এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়।
আরও পড়ুন: ‘শুনুন, শুনুন, শুনুন…’ মাইকে এক ঘোষণাতেই ছ্যাঁৎ করে উঠল বুক! গ্রাস করল তুমুল আতঙ্ক
দীর্ঘদিন এই কয়েল বা তেল ব্যবহারে চোখের ভয়ানক ক্ষতি হয়। মানুষের শরীরে স্লো পয়জনিং করে। হার্টের সমস্যা দেখা দেয়। প্রায় সমস্ত মশার কয়েলেই থাকে অ্যালেট্রিন। এটি মস্তিষ্ক ও রক্তের ভেদ্যতা বাড়িয়ে দেয়। কয়েলের ধোঁয়া শিশুদের জন্য আরও বেশি বিপজ্জনক বলে দাবি বিশেষজ্ঞদের। তাহলে উপায়? উভয় সঙ্কটে পড়লেন তো? সাপ মরবে, লাঠিও ভাঙবে না, তার উপায় কী? মশা মারতে ঘরোয়া টোটকা।