TRENDING:

Travel: ছোট্ট পাহাড়ি হ্যামলেট মুনথুম, পূর্ণিমার রাতে ঘন জঙ্গলে ঘেরা গ্রাম থেকে ঘুরে আসুন

Last Updated:

Travel: শহরের কোলাহল থেকে একদম দূরে একটি নির্জন, নিরিবিলি পরিবেশে এই গ্রাম। নদীর স্রোতের আওয়াজ, জঙ্গলে পাখিদের গান, আর শুনতে পাবেন মৃদু হাওয়া চলাকালীন পাতা নড়ার আওয়াজ মেলে মুনথুমে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিম্পং: পাহাড়ের কোলে মায়াবী এক গ্রাম মুনথুম। এখানে এসে পাহাড়ের নিঝুম, নীরবতায় যেন হারিয়ে যেতে মন চায়। এখানে এলে সারা জীবন একটি আলাদা অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনি। কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মুনথুম গ্রাম। ১০-১২টি পরিবারকে নিয়ে গড়ে উঠেছে এই পাহাড়ি গ্রাম। সুতরাং, এখানে শহুরে কোলাহল, দূষণ কিছু নেই। আছে শুধুই প্রাকৃতিক শান্তি।
advertisement

স্থানীয় ভাষায় ‘মুনথুম’ কথার অর্থ হল ‘চাঁদ কা উজালা’ অর্থাৎ পূর্ণিমা। পূর্ণিমার রাতে সুন্দর দেখায় এই পাহাড়ি গ্রামকে। যদিও এই গ্রাম ঘন সবুজ জঙ্গলে ঘেরা। নিরিবিলি পরিবেশ, পাখির ডাক সব নিয়ে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে মুনথুম গ্রাম। শহরের কোলাহল থেকে একদম দূরে একটি নির্জন, নিরিবিলি পরিবেশে এই গ্রামটি অবস্থিত। তবে শুনতে পাবেন নদীর স্রোতের আওয়াজ, জঙ্গলে পাখিদের গান, আর শুনতে পাবেন মৃদু হাওয়া চলাকালীন পাতা নড়ার আওয়াজ।

advertisement

আরও পড়ুনঃ শীত এলেই কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা! এই ঘরোয়া টোটকা মানুন, ফল মিলবে ৫ দিনে

মুনথুমে রাত কাটানোর জন্য হোমস্টের সুবিধা রয়েছে। পাহাড়ের ঢাল তৈরি হয়েছে কটেজগুলো। বাঁশ ও বেত দিয়ে তৈরি কটেজ। চারদিক ঢাকা গাছগাছালিতে। এখান থেকে সূর্যোদয় দেখার মজাই আলাদা। তাছাড়া মুনথুম গ্রাম থেকে দেখা যায় কালিম্পং শহর। মুনথুমের খুব কাছেই অবস্থিত পানবুদারা। এই পানবু ভিউ পয়েন্ট থেকে ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তার সঙ্গে তিস্তার অপূর্ব দৃশ্য। নিউ জলপাইগুড়ি স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে আপনি পৌঁছে যেতে পারেন মুনথুম।

advertisement

View More

শিলিগুড়ি থেকে মুনথুম প্রায় ৮০ কিমি। শেয়ার গাড়ি কিংবা গাড়ি রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন এই পাহাড়ি গ্রামে। মুনথুমের কটেজে রাত কাটানোর খরচ থাকা-খাওয়া নিয়ে মাথাপিছু ১৫০০-২০০০ টাকা। সুতরাং, কম খরচে কালিম্পংয়ের বুকে বড়দিন কিংবা নিউ ইয়ার কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন আপনি পাহাড়ি গ্রাম থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: ছোট্ট পাহাড়ি হ্যামলেট মুনথুম, পূর্ণিমার রাতে ঘন জঙ্গলে ঘেরা গ্রাম থেকে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল