TRENDING:

Monsoon Travel: ঘুরে আসুন শুশুনিয়া পাহাড়ের লুকোনো গ্রাম! কেউ জানেই না এই স্বর্গ গ্রামের কথা! রইল ফোন নম্বর

Last Updated:

Monsoon Travel: এই গ্রামে গেলে ফিরতে মন চাইবে না! ঠিক যেন এক টুকরো স্বর্গ! বর্ষায় ঘুরে আসুন! থাকা, খাওয়া সব ব্যবস্থা খুব কম খরচে হয়ে যাবে! ফোন করুন এই নম্বরে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: শুশুনিয়া পাহাড় বলতে আপনি কী বোঝেন? পাহাড়, ঝরনা আর মন্দির? যদি সেটা ভাবেন তাহলে ভুল করছেন। শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত একটি গ্রাম রয়েছে, যে গ্রামে গেলে প্রকৃতি এবং শিল্প মন জয় করবে আপনার। কোনও এক সময় এই আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে এসেছিলেন জনৈক সাধু বাবা। গরিব গ্রামবাসীরা সাধু বাবার জন্য ব্যবস্থা করেছিলেন একটি পাতার কুটির। তারপর ধীরে ধীরে সাধু বাবার আন্তরিক প্রচেষ্টায় বদলে গেছে প্রত্যন্ত গ্রামটির চেহারা। তৈরি হয়েছে ঝকঝকে রাস্তাঘাট, পাওয়া যাচ্ছে পরিশুদ্ধ পানীয় জল এবং গ্রামের কচিকাঁচার প্রায় বিনামূল্যে শিখছে পড়াশোনা।
advertisement

গল্প নয় সত্যি। ঠিক এমনটাই ঘটেছে বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিউলিবোনা গ্রামে। ১৯৯১ সালে শিউলিবোনায় পা রাখেন এক সাধু বাবা , জনপ্রিয়ভাবে পরিচিত “প্রভুজী” বলে। পরবর্তীকালে গ্রামবাসীরা তাঁকে “ধারতী বাবা” বলে ডাকতেন। বাস করত মাত্র সাতটি আদিবাসী দিনমজুর পরিবার। বর্তমানে শিউলিবোনা গ্রাম একটি ছবির মত সাজানো গোছানো গ্রাম। রয়েছে ৮১ টি পরিবার এবং এই গ্রামের দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে দারুণ সব রঙিন ছবি। কোথায় ফুটে উঠছে শিকারের গল্প আবার কোথায় চেন্নাই এক্সপ্রেস। দেওয়ালে জায়গা করে নিয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যমের লোগো। যারা খোঁজ খবর রাখেন তাদের জন্য দারুণ একটা ঘুরে দেখার জায়গা হতে পারে এই গ্রাম।

advertisement

আরও পড়ুন: ঘুম থেকে ওঠার পরেও ঘুম পায়? সারাদিন ক্লান্ত লাগে? মারণ রোগের ইঙ্গিত! জানুন কী করবেন

এই গ্রামের পাশ দিয়েই পাহাড়ের কোলে একটি শিলালিপি রয়েছে, যা পশ্চিমবঙ্গের  প্রাচীনত  শিলালিপি হিসাবে বিবেচিত। রাজা চন্দ্রবর্মণের শিলালিপি বলে পরিচিত এই শিলালিপি। জানা যায় রাজা চন্দ্রবর্মণ এই স্থানে তৈরি করেছিলেন তাঁর দুর্গ। যদিও বর্তমানে এই দুর্গের কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায় না। শুশুনিয়া পাহাড়ের একটি দুর্গম স্থানে অবস্থিত এই শিলালিপি। শিউলিবোনা গ্রামে যাওয়ার রাস্তায় ঢুকলেই চোখে পড়বে সুবিশাল একটি মাঠ। সেই মাঠের পথ অনুসরণ করে কিছুটা পাহাড়ে উঠলেই পেয়ে যাবেন শিলালিপিটি। ইতিমধ্যেই শুশুনিয়া পাহাড় বেড়াতে এসে, একাধিক মানুষ পৌঁছে যাচ্ছেন ইতিহাসের স্বাদ নিতে। এই গ্রামের একেবারে পাশেই রয়েছে নতুন একটি রিসোর্ট, যার নাম শিউলিবোনা উইক এন্ড স্টে। যোগাযোগ নম্বর 8927564507

advertisement

View More

শুশুনিয়া পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই শিউলিবোনা গ্রাম দৃষ্টি আকর্ষণ করবেই আপনার। এই গ্রামে প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে। পড়ন্ত বিকেলের সূর্যাস্ত অনুভব করতে যদি আসেন শিউলিবোনা। তাহলে বিক্ষিপ্ত ভাবে দেখতে পাবেন ধাত্রীবাবা এবং শময়িতা মঠের স্পর্শ লেগে রয়েছে পুরো গ্রামটাতে। বলা যায় না হয়ত আপনিও খুঁজে পেতে পারেন নতুন কোন ঘুরে দেখার আবেগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monsoon Travel: ঘুরে আসুন শুশুনিয়া পাহাড়ের লুকোনো গ্রাম! কেউ জানেই না এই স্বর্গ গ্রামের কথা! রইল ফোন নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল