TRENDING:

Mogalmari Excavation Site: পোড়ামাটির ইটে জড়িয়ে আছে ইতিহাসের গন্ধ, বৌদ্ধযুগের সাক্ষী মোগলমারি মহাবিহার ঘুমিয়ে আছে অমূল্য সম্পদ নিয়ে

Last Updated:

Mogalmari Excavation Site:ইতিহাসবিদদের মতে, এই মূর্তিগুলি পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীর শিল্পভাবনা ও নান্দনিক চেতনার পরিচয় বহন করে। প্রতিটি মূর্তি সেই সময়ের ধর্মীয় বিশ্বাস, শিল্পরীতি ও সামাজিক ইতিহাসের সাক্ষ্য বহন করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ইতিহাসের গন্ধ লেগে রয়েছে বাংলার মাটির আনাচে-কানাচে। এই ভূখণ্ডের প্রতিটি স্তরে লুকিয়ে আছে নানা সময়ের সভ্যতার চিহ্ন। মাটি খননের মাধ্যমে একের পর এক উঠে এসেছে অতীতের সম্ভ্রান্ত কাহিনি। বাংলার সীমানা ছাড়িয়ে যেসব প্রত্নক্ষেত্র আজ আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে, তাদের মধ্যে অন্যতম মোগলমারি বৌদ্ধবিহার।
advertisement

বেশ কয়েক বছর আগে সামান্য একটি ঢিবি খুঁড়তেই ইতিহাসের আলোয় আসে মোগলমারির বৌদ্ধ মহাবিহার। পশ্চিম মেদিনীপুর জেলার এই প্রত্নক্ষেত্র আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত তথা বিশ্বের প্রত্নতাত্ত্বিক গবেষকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষ এখানে ভিড় করেন। এমনকি ছোটদের ইতিহাসের পাঠ্যবইয়েও স্থান পেয়েছে মোগলমারি বৌদ্ধবিহারের কথা।

advertisement

মোগলমারিতে প্রবেশ করলেই চোখে পড়ে দেওয়ালে খোদাই করা একাধিক মূর্তি। কিন্তু এই মূর্তিগুলির ইতিহাস কী? ইতিহাস গবেষকদের মতে, এগুলি আসলে স্টাকো মূর্তি। মনে করা হয়, তৎকালীন সময়ে মহাবিহারের চারপাশের দেওয়াল অলংকরণের জন্য বিভিন্ন বৌদ্ধ দেবদেবীর স্টাকো মূর্তি নির্মাণ করা হয়েছিল। সময়ের সঙ্গে অনেক মূর্তি ধ্বংস হয়ে গেলেও এখনও বেশ কয়েকটি মূর্তি অক্ষত অবস্থায় রয়েছে।

advertisement

তবে প্রাকৃতিক ক্ষয়ের কারণে এই মূর্তিগুলিও ধীরে ধীরে ধ্বংসের পথে। সেই কারণেই বর্তমানে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, মোগলমারি বৌদ্ধবিহারে যে মহাবিহার ও বিহারিকা আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে শুধুমাত্র মহাবিহার অংশেই এই ধরনের স্টাকো মূর্তির উপস্থিতি দেখা যায়।

আরও পড়ুন : ভারতের কোন শহরকে বলা হয় ‘মিষ্টির রাজধানী’? জানেন শুধু জিনিয়াসরাই!…চমকে যাবেন সঠিক উত্তর শুনলে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রাচীন চিকিৎসা পদ্ধতিই ভবিষ্যতের বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা! নন্দকুমারে শুরু আয়ুষ মেলা
আরও দেখুন

ইতিহাসবিদদের মতে, এই মূর্তিগুলি পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীর শিল্পভাবনা ও নান্দনিক চেতনার পরিচয় বহন করে। প্রতিটি মূর্তি সেই সময়ের ধর্মীয় বিশ্বাস, শিল্পরীতি ও সামাজিক ইতিহাসের সাক্ষ্য বহন করছে। যেমন প্রতিটি ইটে লুকিয়ে আছে অতীতের গল্প, তেমনই এই স্টাকো মূর্তিগুলি আজও এককালের বৌদ্ধ শিল্প ও সভ্যতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mogalmari Excavation Site: পোড়ামাটির ইটে জড়িয়ে আছে ইতিহাসের গন্ধ, বৌদ্ধযুগের সাক্ষী মোগলমারি মহাবিহার ঘুমিয়ে আছে অমূল্য সম্পদ নিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল