TRENDING:

Mixer Grinder Cleaning Tips: শিলে বাটা মশলা অতীত, মিক্সার মেশিনই এখন ভরসা! পরিষ্কার করার নিয়ম জানেন তো?

Last Updated:

Mixer Grinder Cleaning Tips: মশলা পুরোপুরি জলে ধুয়ে যায় না। মিক্সির গায়ে থেকেই যায়। সেগুলি পরে শুকিয়ে শক্ত হয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজকাল শিলে বাটা মশলার চল প্রায় নেই বললেই চলে। অধিকাংশ বাড়িতে, দোকানে রোজ মশলা পেশা হয় এই মিক্সি মেশিনেই। রান্নাঘরে থাকতে থাকতে মিক্সি মেশিনও তেল চিটচিটে হয়ে যায়। আর রোজকার ব্যবহারের ফলে মশলা-পাতিও মিক্সি মেশিনের গায়ে লেগে থাকে। তবে মিক্সি শুধু ব্যবহার করলেই হবে না, যন্ত্রটিকেও পরিষ্কার রাখতে হবে।
মিক্সার গ্রাইন্ডার পরিষ্কারের নিয়ম
মিক্সার গ্রাইন্ডার পরিষ্কারের নিয়ম
advertisement

এভাবে যদি দিনের পর দিন খাবারের টুকরো, মশলা এসব জমতে থাকে তাহলে মিক্সিও কিন্তু বেশিদিন টিকবে না। জলদি খারাপ হয়ে যাবে। এছাড়াও নোংরা মিক্সিতে মশলা বাটাও স্বাস্থ্যকর নয়। তাড়াহুড়োয় অনেকেই মশলা করার পর শুধু জল দিয়ে ধুয়ে রেখে দেন। তাতে মশলা পুরোপুরি জলে ধুয়ে যায় না। মিক্সির গায়ে থেকেই যায়। সেগুলি পরে শুকিয়ে শক্ত হয়ে যায়।

advertisement

আরও পড়ুন: এটা কোন পাতা বলুন তো? ঠান্ডায় বাতের ব্যথা থেকে জেদি কফ তোলার মহৌষধ এটি, জানুন

লেবুর খোসা দ্রুত ময়লা আর জীবাণু তাড়াতে পাতিলেবুর খোসার জুড়ি মেলা ভার। মিক্সি পরিষ্কার করতে লেবুর খোসা কাজে আসতে পারে। মিক্সির জারটি প্রথমে গরম জলে ধুয়ে নিন। তার পর লেবুর খোসা দিয়ে মিক্সির ভিতরটি ভাল করে ঘষে নিন। এতে শুধু মিক্সির দাগ নয়, গন্ধও চলে যাবে।

advertisement

আরও পড়ুন: ডিম সেদ্ধ করার সময় ফেটে যায়? খোসা ছাড়াতে হিমশিম! সমাধানের সহজ টিপস

হেঁশেলের আরও একটি উপকারী জিনিস হল ভিনিগার। বেসিন পরিষ্কার করা থেকে ট্যাপ— ভিনিগারের ব্যবহার বহুমুখী। মিক্সি পরিষ্কার করতেও ভিনিগার ব্যবহার করতে পারেন। ভিনিগার, লেবুর রস, নুন একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি মিক্সির মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিন। তার পর কিছু ক্ষণ রেখে ধুয়ে নিন। নিমেষে মিক্সি হয়ে উঠবে চকচকে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mixer Grinder Cleaning Tips: শিলে বাটা মশলা অতীত, মিক্সার মেশিনই এখন ভরসা! পরিষ্কার করার নিয়ম জানেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল