TRENDING:

Best Non-Alcoholic Beverage on Earth: মদ ছাড়া ভারতের এটাই বিশ্বের অন্যতম সেরা পানীয়! খেয়েছেন কোনওদিন? দেখুন তো...

Last Updated:

Best Non-Alcoholic Beverage on Earth: সারা বিশ্বে নন অ্যালকোলিক পানীয় নয় এরকম কিছু সেরা পানীয় নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অধিকাংশ ভারতবাসীর কাছে ‘চা’ কোনও পানীয় নয়৷ বরং আবেগের অপর নাম৷ একগ্লাস চা পান করা যায় নানাভাবে৷ দিনের শুরুতে এক পেয়ালা চা ছাড়া কেউ ভাবতেই পারে না৷ অনেকের তো দিনভর চলতে থাকে পেয়ালার পর পেয়ালা চা৷ বন্ধুত্বের মাধ্যমও চা বটে!
অনেকের তো দিনভর চলতে থাকে পেয়ালার পর পেয়ালা চা
অনেকের তো দিনভর চলতে থাকে পেয়ালার পর পেয়ালা চা
advertisement

সম্প্রতি জনপ্রিয় খাবার ও বেড়ানোর গাইড টেস্টঅ্যাটলাস একাধিক তালিকা প্রকাশ করেছেন৷ ২০২৩-২৪ সালের নিরিখে ভারতীয় খাবার, রেস্তরাঁ, উপকরণ থেকে শুরু করে রান্নার বইয়েরও তালিকা তৈরি করেছে৷ শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে সেই তালিকা তৈরি করা হয়েছে৷

সেরকমই একটি তালিকা তৈরি করা হয়েছে নন অ্যালকোহলিক পানীয় নিয়ে৷ সারা বিশ্বে নন অ্যালকোলিক পানীয় নয় এরকম কিছু সেরা পানীয় নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেখানে ভারতীয় মশালা চা পেয়েছে দ্বিতীয় স্থান৷

advertisement

ইনস্টাগ্রাম পোস্টে সংস্থার তরফে লেখা হয়েছে, ‘‘মশলা চায়ের মতো সুবাসিত পানীয়ের উৎস ভারতে৷ কালো চা পাতা, চিনি, দুধ ও মশলার মিশেলে তৈরি হয় এই পানীয়৷ মশলার মধ্যে থাকে দারচিনি, আদা, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ৷ পছন্দ অনুযায়ী পাল্টে যায় মশলার পরিমাণ৷ ব্রিটিশ চা ব্যবসার সঙ্গে জড়িত ছিল মশলা চা৷’’

advertisement

আরও পড়ুন : কালো হলেও কেন পবিত্র বিয়ের মঙ্গলসূত্র? জানুন সেই রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাহলে নন অ্যালকোহলিক পানীয়ের মধ্যে সেরার সেরা কে হল? সেই স্থানে আছে মেক্সিকোর অ্যাকুয়াস ফ্রেস্কাস৷ এই পানীয়ে থাকে ফল, শশা, ফুল, বীজ, দানাশস্য, চিনি এবং জল৷’’ তৃতীয় স্থানে আছে ভারতীয় ম্যাঙ্গোলস্যি৷ অন্যদিকে দুগ্ধজাত পানীয়ের মধ্যে সেরার শিরোপা পেয়েছে আমের লস্যি৷ টেস্ট অ্যাটলাস সম্প্রতি ভারতীয় বাসমতি চালকে বিশ্বের সেরা চালের স্বীকৃতিও দিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Best Non-Alcoholic Beverage on Earth: মদ ছাড়া ভারতের এটাই বিশ্বের অন্যতম সেরা পানীয়! খেয়েছেন কোনওদিন? দেখুন তো...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল