TRENDING:

Malda Artist: নির্জন পুকুরপাড় থেকে শুনশান পথ-গ্রামের অলস দুপুর ভরে আছে তরুণের শিস-জাদুতে

Last Updated:

Malda Artist: গলার আওয়াজে জাদু না থাকলেও ঠোঁটের শিসে জাদু রয়েছে তাঁর। শিস দিয়ে গানের সুর দিচ্ছেন মালদহের বছর একুশের যুবক সৌভিক দাস। আর তাঁর এই শিস সুর কে শুনে মুগ্ধ হচ্ছেন পথ চলতি গ্রামবাসী। ছোটবেলা থেকেই গানের সুরের তালে ঠোঁট দিয়ে শিস বাজিয়ে মনোমুগ্ধ করছেন গ্রামবাসীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: উদিত নারায়ণ, কুমার শানু, বাবুল সুপ্রিয় বিখ্যাত সব গায়কদের গলার গান শিসের সুরে গেয়ে নজর কাড়লেন মালদহের এক যুবক। গলার আওয়াজে জাদু না থাকলেও ঠোঁটের শিসে জাদু রয়েছে তাঁর। একাধিক বিখ্যাত হিন্দি, বাংলা গানের সুরকে শিস দিয়ে গেয়ে চলেছেন মালদহের হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের যাদবনগর গ্রামের যুবক সৌভিক দাস। আর তাঁর এই শিস সুর শুনে মুগ্ধ হচ্ছেন পথচলতি গ্রামবাসী। ছোটবেলা থেকেই গানের সুরের তালে ঠোঁট দিয়ে শিস বাজিয়ে মনোমুগ্ধ করছেন গ্রামবাসীদের।
advertisement

গ্রামের অধিকাংশ মানুষই তাঁর এই মধুর শিসের সঙ্গে পরিচিত। শিস শিল্পী সৌভিক দাস জানান, “বর্তমানে কলেজ পাশ করার পর প্রস্তুতি নিচ্ছেন চাকরির পরীক্ষার। পড়াশোনার সঙ্গে তাঁর এই কলাকে ধরে রেখেছেন তিনি। বাবা একসময় গম্ভীরা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বাবার সেই শিল্পী সত্তা থেকেই তাঁর স্বপ্ন ছিল সঙ্গীতশিল্পী হওয়ার। তবে তা এখনও স্বপ্ন।”

advertisement

আরও পড়ুন : আমলকির সঙ্গে ২ সবজির রস! ৭ দিন খেলেই ত্বকের রঙে গোলাপি জেল্লা! রূপ এমন পাল্টাবে, চিনতে পারবেন না নিজেকেই!

এক গ্রামবাসী জানান, “সৌভিক ছোটবেলা থেকেই গান পাগল, বিভিন্ন সময়ে গানের তালে শিস বাজিয়ে সুর ধরত। তাকে কাছে পেলে কেউ আবদার করেন জনপ্রিয় হিন্দি তো আবার কেউ বাংলা গানের সুর দিতে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার মাটিতেই তৈরি হবে দেশের সেরা হারমোনিয়াম! স্বপ্ন কঠিন হলেও দমে যান নি শান্তিরাম
আরও দেখুন

অলস দুপুরের ক্লান্তি যেন দূর করে সৌভিকের শিসের সুরে হরেক রকম গানের বোল। তবে তাঁর এই প্রতিভা সীমিত থেকেছে গ্রামেই। নির্জন পুকুরপাড়। শুনশান রাস্তাঘাট। মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে হিন্দি, বাংলা গানের শিসের সুর ধরিয়ে চলেছেন গ্রামের বছর একুশের যুবক সৌভিক।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malda Artist: নির্জন পুকুরপাড় থেকে শুনশান পথ-গ্রামের অলস দুপুর ভরে আছে তরুণের শিস-জাদুতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল