TRENDING:

Malaika Arora Fitness: আসল বয়স বোঝাই দায়! কোন জাদুতে ত্বকের তারুণ্য ধরে রাখেন মালাইকা অরোরা?

Last Updated:

মালাইকা এখনও তরুণীই রয়ে গেলেন! বলে না দিলে তাঁর বয়স যে ৪৮, কারও বোঝার সাধ্য নেই!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মালাইকা অরোরার (Malaika Arora) নাম শুনলেই ভক্তদের চোখের সামনে এখনও ভেসে ওঠে সেই দুর্দান্ত দৃশ্য। চলন্ত ট্রেনের উপর লাস্যময়ী ভঙ্গীতে তিনি নাচছেন। তা বলতে গেলে নয় নয় করে দিল সে (Dil Se) ছবির বয়স কিছু কম হল না। অথচ সব কিছুর বয়স বাড়লেও খোদ মালাইকা এখনও তরুণীই রয়ে গেলেন! বলে না দিলে তাঁর বয়স যে ৪৮, কারও বোঝার সাধ্য নেই (Malaika Arora Fitness)!
advertisement

বুড়িয়ে যাওয়ার ভয়ে অভিনেতা-অভিনেত্রীরা কী না করেন। অথচ সলমন খানের (Salman Khan) প্রাক্তন বউদি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সত্যি বলতে কী, মালাইকার চেয়ে বয়সে অনেক ছোট হাঁটুর বয়সী নায়িকারাও তাঁকে ঈর্ষা করেন। আরে বাপু, তাঁদের পাশে যে মালাইকাকে তাঁদের চেয়েও ছোট দেখায়!

আরও পড়ুন- মাত্র কয়েক দিনেই পেটের চর্বি কমাতে চান? পছন্দের কফিতে এই দুই জিনিস মিশিয়ে দেখুন তো একবার

advertisement

এমন নয় যে মালাইকা শুধু তাঁর চেহারার কাঠামোখানাই ধরে রেখেছেন। তিনি যথেষ্ট যত্ন নেন নিজের ত্বকের এবং চুলেরও।

প্রতিদিন সকালে উঠে এক গ্লাস হালকা গরম জলে লেবু মিশিয়ে পান করতে ভোলেন না তিনি। এই পানীয় তাঁর ডিটক্স ওয়াটার। কারণ এটি পান করলে তাঁর শরীর ভিতর থেকে পরিষ্কার হয় এবং এতে তাঁর মুখে বয়সের ছাপ কম পড়ে।

advertisement

মালাইকা জানেন যতই বিজ্ঞাপন দেওয়া হোক বা দামি হোক, বেশীরভাগ প্রসাধনীতেই থাকে ক্ষতিকর রাসায়নিক। আর এই রাসায়নিক দেওয়া মেকআপ থেকে শত হস্ত দূরে থাকেন তিনি। কারণ এই জাতীয় পণ্য ভালর চেয়ে মন্দই করে ত্বকের। তাই বলে কি কোনও মেকআপ প্রোডাক্টই ব্যবহার করেনন না তিনি? অবশ্যই করেন। কিন্তু সেগুলো সবই অরগ্যানিক।

advertisement

আরও পড়ুন- তীব্র আকর্ষণে কাছে আসতে বাধ্য হবেন ক্রাশ, জমে উঠবে প্রেমের সম্পর্কও! উপায় বাতলে দিলেন বিশেষজ্ঞ

মুখ থেকে মেকআপ তোলার সময় ডাবল ক্লিঞ্জিং পদ্ধতি ব্যবহার করেন মালাইকা। যাতে মুখে মেকআপের ছিটে-ফোঁটাও অবশিষ্ট না থাকে। মুখে মেকআপের অবশিষ্ট থাকলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শ্যুটিং থেকে ফেরার পর যতই ক্লান্ত থাকুন না কেন, মেকআপ তুলতে একদম দেরি করেন না তিনি।

advertisement

মালাইকাকে চিরতারুণ্য দিয়ে রেখেছে জল! হ্যাঁ, চমকে ওঠার কিছু নেই। ঋতু যাই হোক না কেন, নিয়ম মেনে প্রচুর জলপান করতে ভোলেন না তিনি। জল খেলে ত্বক ভিতর থেকে আর্দ্র থাকে। আর সুস্থ ও সুন্দর ত্বকের জন্য সেটা প্রয়োজন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাইরে বেরোলে মালাইকার সঙ্গে সব সময় থাকে সানস্ক্রিন। ত্বকের যত্নে সানস্ক্রিনকে বিশেষ গুরুত্ব দেন তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Malaika Arora Fitness: আসল বয়স বোঝাই দায়! কোন জাদুতে ত্বকের তারুণ্য ধরে রাখেন মালাইকা অরোরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল