বুড়িয়ে যাওয়ার ভয়ে অভিনেতা-অভিনেত্রীরা কী না করেন। অথচ সলমন খানের (Salman Khan) প্রাক্তন বউদি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সত্যি বলতে কী, মালাইকার চেয়ে বয়সে অনেক ছোট হাঁটুর বয়সী নায়িকারাও তাঁকে ঈর্ষা করেন। আরে বাপু, তাঁদের পাশে যে মালাইকাকে তাঁদের চেয়েও ছোট দেখায়!
আরও পড়ুন- মাত্র কয়েক দিনেই পেটের চর্বি কমাতে চান? পছন্দের কফিতে এই দুই জিনিস মিশিয়ে দেখুন তো একবার
advertisement
এমন নয় যে মালাইকা শুধু তাঁর চেহারার কাঠামোখানাই ধরে রেখেছেন। তিনি যথেষ্ট যত্ন নেন নিজের ত্বকের এবং চুলেরও।
প্রতিদিন সকালে উঠে এক গ্লাস হালকা গরম জলে লেবু মিশিয়ে পান করতে ভোলেন না তিনি। এই পানীয় তাঁর ডিটক্স ওয়াটার। কারণ এটি পান করলে তাঁর শরীর ভিতর থেকে পরিষ্কার হয় এবং এতে তাঁর মুখে বয়সের ছাপ কম পড়ে।
মালাইকা জানেন যতই বিজ্ঞাপন দেওয়া হোক বা দামি হোক, বেশীরভাগ প্রসাধনীতেই থাকে ক্ষতিকর রাসায়নিক। আর এই রাসায়নিক দেওয়া মেকআপ থেকে শত হস্ত দূরে থাকেন তিনি। কারণ এই জাতীয় পণ্য ভালর চেয়ে মন্দই করে ত্বকের। তাই বলে কি কোনও মেকআপ প্রোডাক্টই ব্যবহার করেনন না তিনি? অবশ্যই করেন। কিন্তু সেগুলো সবই অরগ্যানিক।
মুখ থেকে মেকআপ তোলার সময় ডাবল ক্লিঞ্জিং পদ্ধতি ব্যবহার করেন মালাইকা। যাতে মুখে মেকআপের ছিটে-ফোঁটাও অবশিষ্ট না থাকে। মুখে মেকআপের অবশিষ্ট থাকলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। শ্যুটিং থেকে ফেরার পর যতই ক্লান্ত থাকুন না কেন, মেকআপ তুলতে একদম দেরি করেন না তিনি।
মালাইকাকে চিরতারুণ্য দিয়ে রেখেছে জল! হ্যাঁ, চমকে ওঠার কিছু নেই। ঋতু যাই হোক না কেন, নিয়ম মেনে প্রচুর জলপান করতে ভোলেন না তিনি। জল খেলে ত্বক ভিতর থেকে আর্দ্র থাকে। আর সুস্থ ও সুন্দর ত্বকের জন্য সেটা প্রয়োজন।
বাইরে বেরোলে মালাইকার সঙ্গে সব সময় থাকে সানস্ক্রিন। ত্বকের যত্নে সানস্ক্রিনকে বিশেষ গুরুত্ব দেন তিনি।