১) প্রথমেই ঘাম নিয়ন্ত্রণে রাখতে মেক আপ শুরুর আগে একটু বরফ ঘষে নিন সারা মুখে। মেক আপ স্থায়ী হবে বেশিক্ষণ।
২) গরমে সবচেয়ে মেক আপ করে বাড়িতে থেকে বেরলেও, তা কিছুক্ষণের মধ্যেই গলে যেতে থাকে। তাই গ্রীষ্মে মেক আপ কিটে থাকা চাই প্রাইমার। প্রাইমার ব্যবহার করলে মেক আপ বেশ কিছুক্ষণ একই রকম থাকবে।
advertisement
৩) ত্বক ভাল রাখা সবচেয়ে জরুরি। তাই ত্বক সতেজ রাখতে প্রতিদিন সকালে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও সিরাম মুখে মাখুন। মেক আপ শুরুর আগেও মাখতে পারেন। ত্বক হাইড্রেটেড থাকবে।
আরও পড়ুন- পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে বেড়াতে যাবেন? স্বাস্থ্যের জন্য যে ৬টি বিষয় মাথায় রাখতেই হবে
৪) মেক আপ যত পারুন হালকা রাখুন। ফাউন্ডেশন ব্যবহার না করে বরং অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ও প্রাইমার মেখে শুধু মুখের যে অংশে দাগছোপ রয়েছে সেখানে কনসিলার লাগান। চাইলে একটু কমপ্যাক্ট মাখতে পারেন। অথবা কোনও সিসি ক্রিম বা বিবি ক্রিম ব্যবহার করুন।
৫) ক্রিম ফাউন্ডেশন এড়িয়ে চলুন এই সময়ে। রোদে বেরনোর সময়ে ফাউন্ডেশন বেসড সানব্লক ব্যবহার করুন। কোনও গ্লিটার দেওয়া ফাউন্ডেশন বা আইশ্যাডোও গরমে বেমানান। মেক আপে যত পারুন পেস্টেল শেড ব্যবহার করুন।
৬) গরম কালে মুখকেউজ্জ্বল দেখাতে ব্রোনজার ব্যবহার করুন। পাউডার ব্রোনজার ব্যবহার করবেন। সাধারণত রোদে বেরলে সূর্যের আলো কপাল, চিক বোনস, থুতনি ও নাকের উপরে পড়ে। এই অংশেই ব্রোনজার ব্যবহার করুন। মুখ উজ্জ্বল দেখাবে।
৭) চোখের মেক আপ ভারী হলে ঠোঁটের মেক আপ যেন অবশ্যই হালকা হয়। সেক্ষেত্রে ন্যুড লিপ কালার ব্যবহার করুন। চোখের মেক আপ হালকা হলে ঠোঁটে উজ্জল রংয়ের ম্যাট লিপল্টিক বা লিকুইড লিপ কালার লাগান। গরমে ম্যাটফিনিশ কোনও আই লাইনার ব্যবহার করুন। ঠোঁটে ব্যবহার করুন ন্যুড শেড।
৮) ক্রিমি ব্লাশ বা আইশ্যাডো ব্যবহার করবেন না। অবশ্যই গরমে পাউডার বেসড আইশ্যাডো ও ব্লাশ ব্যবহার করুন। খুব হালকা রংয়ের লিপস্টিক, ব্লাশ ও আইশ্যাডো ব্যবহার করুন, যা আপনার ত্বকের সঙ্গে সহজে মেশে। তবে সব মেক আপই যেন ওয়াটার প্রুফ হয়। ব্যাগে রাখুন কমপ্যাক্ট। প্রয়োজনে ব্যবহার করুন।