TRENDING:

Bhai Dooj 2022|| উৎসবের সাজ হোক পরিপূর্ণ! ভাইফোঁটায় কীভাবে বাঁধবেন চুল! ধাপে ধাপে শিখে নিন

Last Updated:

Make this hairstyle on Bhai Dooj: চুলকে এত সুন্দর করে বাঁধতে হবে, যাতে ঘরোয়া অনুষ্ঠানেও হয়ে ওঠা যায় মধ্যমণি! তা-হলে দেখে নেওয়া যাক, ভাইফোঁটা স্পেশাল হেয়ার স্টাইল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কথায় বলে না, বাঙালির বারো মাসের তেরো পার্বণ! ফলে একটা উৎসব শেষ হতে না-হতেই চলে আসে আর একটা উৎসব। এই যেমন কালীপুজো বা দীপাবলির রেশ থাকতে থাকতেই এসে যাবে ভাই ফোঁটা। হিন্দুদের অত্যন্ত পবিত্র এই উৎসবে উদযাপন করা হয় ভাই-বোনের চিরন্তন বন্ধনকে। ভাইদের মঙ্গলকামনা করে তাঁদের কপালে ফোঁটা দেন বোনেরা। থাকে খাওয়াদাওয়ার এলাহি আয়োজন।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

ভাই ফোঁটা ঘরোয়া উৎসব হলেও সাজগোজ না হলে কি আর চলে? পোশাক-আশাকের পাশাপাশি গুরুত্বপূর্ণ হল - চুলের সাজ! চুলকে এত সুন্দর করে বাঁধতে হবে, যাতে ঘরোয়া অনুষ্ঠানেও হয়ে ওঠা যায় মধ্যমণি! তা-হলে দেখে নেওয়া যাক, ভাইফোঁটা স্পেশাল হেয়ার স্টাইল।

আরও পড়ুনঃ দীপাবলির রাতে ফায়ারক্র্যাকারের চুমুকে জমে উঠুক আড্ডা; ককটেল কাউন্টারে লাগুক আতসবাজির নানা রঙের ছোঁয়া

advertisement

মিক্স ব্রেড হেয়ার স্টাইল:

এই দিন যাঁরা সালোয়ার স্যুট কিংবা লেহেঙ্গা চোলি বেছে নেবেন, তাঁরা এই কায়দায় চুল বাঁধতে পারেন। সঙ্গে যদি পোশাকের সঙ্গে ম্যাচ করে কোনও ফুল লাগাতে পারেন, তা-হলে তো কথাই নেই।

কীভাবে বানানো যায় এই হেয়ার স্টাইল:

সবার প্রথমে চুলটাকে চিরুনি দিয়ে ভাল করে আঁচড়ে নিতে হবে।

advertisement

এ-বার ক্রাউনের অংশ থেকে চুলকে মিডল পার্টিশন করে নিতে হবে।

এর পর দুই পাশের চুলগুলোকে আঁচড়ে নিয়ে দুটো বিনুনি করে তা পিছনের দিকে আনতে হবে।

এ-বার দুটি বিনুনিকে জুড়ে চুল আঁচড়ে একটা বিনুনি বানিয়ে নিতে হবে।

এর পর বিনুনি জুড়ে ফুল গুঁজে নিলেই চুলের সাজ একেবারে রেডি।

মেসি বান হেয়ার স্টাইল:

advertisement

ভাইফোঁটায় যদি ইন্দো-ওয়েস্টার্ন কিংবা ওয়েস্টার্ন পোশাক বেছে নেন কেউ, তা-হলে সেই পোশাকের জন্য এই মেসি বান হেয়ার স্টাইল একদম পারফেক্ট। একটু অগোছালো করে বাঁধা খোঁপা যেন একটা কেয়ার-ফ্রি লুক আনতে সাহায্য করে। তবে এই হেয়ার স্টাইলের জন্য বেশি সময় খরচ হবে না। মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে মেসি বান হেয়ার স্টাইল।

advertisement

কীভাবে বানানো যায় এই হেয়ার স্টাইল:

এই চুলের সাজের জন্য ভাল করে চুলটাকে আঁচড়ে নিতে হবে।

এ-বার সব চুল একসঙ্গে জড়ো করে মাথার ক্রাউন অংশে নিয়ে গিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আঁটোসাঁটো ভাবে বেঁধে নিতে হবে।

এ-বার চুলের খোলা অংশটাকে রোল করে নিয়ে হেয়ার পিনের সাহায্য চুলের বাঁধা অংশের সঙ্গে আটকে নিতে হবে।

ব্রেড পনিটেল হেয়ার স্টাইল:

হয় তো মনে হবে যে, এই হেয়ার স্টাইলটা বানানো অনেক কঠিন। কিন্তু একেবারেই তা নয়। এই হেয়ার স্টাইল করা অত্যন্ত সহজ। তা-হলে দেখে নেওয়া যাক, ব্রেড পনিটেল হেয়ার স্টাইল করার উপায়।

কীভাবে বানানো যায় এই হেয়ার স্টাইল:

এই হেয়ার স্টাইল করার জন্য ক্রাউনের অংশ থেকে চুলটাকে সাইড পার্টিশন করে নিতে হবে।

এ-বার সাইড থেকে চুলে বিনুনি বানিয়ে কানের পিছন দিয়ে নিয়ে যেতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পর চুলের বাকি খোলা অংশে চিরুনি বুলিয়ে নিয়ে রাবার ব্যান্ডের সাহায্যে তা বেঁধে নিতে হবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bhai Dooj 2022|| উৎসবের সাজ হোক পরিপূর্ণ! ভাইফোঁটায় কীভাবে বাঁধবেন চুল! ধাপে ধাপে শিখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল