জানলে আপনিও চমকে উঠবেন ম্যাজিশিয়ানের হাতে তৈরি ম্যাজিকের বিভিন্ন উপকরণ তৈরির কথা। দেশ-বিদেশে বিভিন্ন ম্যাজিশিয়ানদের ম্যাজিক দেখে মনমুগ্ধ হয়ে যায় সাধারণ মানুষ।
ম্যাজিক শো বাংলার প্রাচীনতম একটি বিনোদনের মাধ্যম। প্রসঙ্গত প্রাচীন কাল থেকেই এই ম্যাজিক শো বিভিন্ন জায়গায় হয়ে থাকে যার ধারাবাহিকতা এখনও চলে আসছে। সেই ম্যাজিশিয়ানদের বিভিন্ন উপকরণ তৈরি করছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসলের এই ব্যক্তি। যার নাম এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছে।
advertisement
ম্যাজিশিয়ান সৌম্য দেবের দেওয়া টিপস
ম্যাজিশিয়ান সৌম্য দেব বলেন, ম্যাজিকের প্রতি ছোট থেকেই একটা নেশা ছিল। আমেরিকান ম্যাজিশিয়ান সোসাইটি থেকে একটা কোর্স করেছিলাম। পরে ধীরে ধীরে ম্যাজিকের বিভিন্ন জিনিস পত্র কিনে শো করতে শুরু করলাম। দেখলাম অনেক সময় যন্ত্রাংশ ঠিকঠাক ভাবে চলছে না, কোনওটা আকারে ছোট, বড়, কোনওটা হাতের সাইজে আসছে না। সেই অসুবিধাগুলো ধীরে ধীরে দূর করার জন্য জিনিসপত্র গুলির ওপর কারুকার্য করে নিজেই তৈরি করার চেষ্টা করলাম।
আমার হাতে তৈরি এই ম্যাজিকের মালপত্রগুলি এখন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ম্যাজিশিয়ানদের বিক্রি করা হয়।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার কল্যাণপুর হাউসিং সংলগ্ন এলাকায় রয়েছে সৌম্য দেব এর বাড়ি। তার পথ চলা শুরু হয় ১৯৮৩ সালে। আসানসোল বি সি কলেজ থেকে স্নাতক পড়াশোনা শেষ করার পরেই শুরু হয় তার ম্যাজিক দেখানোর পথ চলা।
ম্যাজিক শো দেখাতে শুরু করার পরেই শুরু করলেন ম্যাজিকের বিভিন্ন জিনিসপত্র নিজের হাতে তৈরি করার কাজ। বর্তমানে বার্নপুরে রয়েছে তার একটি ওয়ার্কশপ যেখানে তার নেতৃত্বে ম্যাজিকের উপকরণ তৈরি করা হয়। কাঠ, লোহার জিনিসপত্র দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। পাশাপাশি সেগুলি বাড়িতে নিয়ে এসে সেট করা হয়। এরপরে পাঠান হয় ভারতবর্ষের বিভিন্ন ম্যাজিশিয়ানদের হাতে।
Rintu Panja