TRENDING:

Luchi Mangsho: এক ও অদ্বিতীয় লুচি মাংস এই চাইনিজ মোগলাইয়ের যুগেও ১০ গোল দিচ্ছে বাকি খাবারকে!

Last Updated:

Luchi Mangsho: বহুবছর ধরে একই খাবার এই দিনে মানুষ খেয়ে চলেছে। যেখানে অন্যান্য খাবার খেয়ে একঘেয়ে হয়ে যায় মানুষ সেখানেই এই খাবার গুলো কখনোই তালিকা থেকে বাদ যায় না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়দিনে চিড়িয়াখানা, যাদুঘর, নিকোপার্ক, ইকোপার্কের মতো বিভিন্ন জায়গায় মানুষ বেড়াতে গিয়ে থাকেন। আর বেড়াতে গেলে সঙ্গে করে কী খাবার নিয়ে যায়? হ্যাঁ বহুবছর ধরে একই খাবার এই দিনে মানুষ খেয়ে চলেছে। যেখানে অন্যান্য খাবার খেয়ে একঘেয়ে হয়ে যায় মানুষ সেখানেই এই খাবার গুলো কখনোই তালিকা থেকে বাদ যায় না। আর এই খাবারটি হলো লুচি মাংস। সঙ্গে অবশ্যই থাকে মোয়া, কমলালেবু, সেদ্ধ ডিম এবং কলা।
লুচি-মাংসের অশ্বমেধের ঘোড়া ছুটছে একই গতিতে
লুচি-মাংসের অশ্বমেধের ঘোড়া ছুটছে একই গতিতে
advertisement

লুচি-মাংসের অশ্বমেধের ঘোড়া ছুটছে একই গতিতে। যে রেকর্ড কেউ কোনওদিন ছুঁতে পারেনি। বর্তমানে বিরিয়ানি, চাউমিনের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। কিন্তু বড়দিনের পিকনিকে লুচি-মাংসের কাছে তা কয়েক আলোকবর্ষ দূরে।

প্রতিবছর বড়দিনে রেকর্ড মানুষের সমাগম হয় কলকাতার বিভিন্ন জায়গায় আর সেই পিকনিকে সিংহভাগ মানুষের মেনুতে রয়েছে লুচি আর মাংস। কেন লুচি আর মাংস এতটা পছন্দ? সোদপুরের বাসিন্দা সেবক দাস পরিবারের সঙ্গে এসেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে বেড়াতে। তিনি বলেন, “লুচি আর মাংস পছন্দ করে না এমন বাঙালি খুজে পাওয়া যাবে না। তাছাড়া যেহেতু চিড়িয়াখানায় বেশিরভাগ মানুষ পরিবারের সঙ্গে এসে থাকেন তাই এখানে ঘরোয়া খাবার খেতেই সবাই পছন্দ করেন। লুচি মাংসের পাশাপাশি আনা হয়েছে কলা, ডিমসেদ্ধ, পাউরুটি, আলুরদম, নলেন গুড়ের মিষ্টি ও জয়নগরের মোয়া।”

advertisement

আগড়পাড়ার বাসিন্দা স্বপন রায় চিড়িয়াখানায় এসেছিলেন। তিনি বলেন,  ‘‘ চিড়িয়াখানায় মানুষ সাধারণত সকাল সকাল আসে। কিন্তু অত সকালে বিরিয়ানি বা চাওমিন পাওয়া যায় না। চাওমিন যদিও বা বাড়িতে বানানো হয় বিরিয়ানি সাধারণত বাড়িতে হয় না। সেই দিক থেকে দেখতে গেলে বাড়িতে তৈরি মাংস ও লুচি কম সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। যেহেতু চিড়িয়াখানায় এলে অনেকটা সময় থাকতে হয় সেক্ষেত্রে বেশি মশলাদার খাবার খেলে অস্বস্তি হতে পারে। সেই কারণেই বাড়ির তৈরি হালকা খাবারই সবার পছন্দের।মাংস লুচির পাশাপাশি কেক, মিস্টি, মোয়া, কোল্ড ড্রিংকস ইত্যাদি থাকে মেনুতে।’’

advertisement

আরও পড়ুন : গাছের আঠা আর ভুলে যাওয়া ২ সবজি! খেলেই নামমাত্র খরচে সুস্থতা হাতের মুঠোয়, মত পুষ্টিবিদের

তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী নীলিমেশ দে বলেন, “আগে মানুষ মাঝেমধ্যে বাইরে গিয়ে চপ কাটলেট খেতেন। এখন তো বাইরের খাবারই বেশি খেতে হয়। বিরিয়ানি, চাউমিন, রোল ইত্যাদি খেয়েই থাকতে হয়। সেই জায়গায় লুচি মাংস যেন অমৃত। তাই এর কোনও বিকল্প নেই।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

সকালের দিকে একচেটিয়া লুচি মাংস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। দ্বিতীয় ধাপে যে দর্শনার্থীরা আসেন তাঁদের মেনুতে জায়গা করে নেয় বিরিয়ানি, চাউমিন, সব্জি-পুরি ইত্যাদি। একাধিক জায়গা যারা বেড়াতে যান সেইসব দর্শকদের বেশিরভাগকেই বাইরের খাবারের উপরই নির্ভর করতে হয় আর তখন এর যোগানও থাকে। কিন্তু লুচি মাংসের তুলনায় তা অনেক কম।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Luchi Mangsho: এক ও অদ্বিতীয় লুচি মাংস এই চাইনিজ মোগলাইয়ের যুগেও ১০ গোল দিচ্ছে বাকি খাবারকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল