মেদিনীপুর শহরের গা ঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী। নদীর উপরেই রয়েছে অনিকেট ড্যাম। ড্যামের গা ঘেঁষে ঝরে পড়ছে জল, পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে। ঠিক যেন ঝরনার এক প্রতিরূপ। নদীর পাড় বরাবর কংক্রিটের বাঁধানো। রয়েছে গাছের সুনিবিড় ছায়া। নদীর এক কিনারে বিকেলের সূর্যাস্ত, অন্যদিকে ঠান্ডা বাতাস মন ভাল করে দেবে আপনার। শহরের খুব কাছেই, শহুরে কচকচানি ছেড়ে আপনি ঘুরে দেখুন এই জায়গা। জানেন কোথায় রয়েছে?
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
মেদিনীপুর শহর থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে অনিকেট ড্যাম। কংসাবতী নদীর জলকে ধরে রাখার জন্য এই ড্যাম তৈরি করা হয়েছে। তবে এই ড্যামের অপর পাশে এক দারুণ ছবি। সাদা ফ্যানার মত জল গড়িয়ে পড়ছে, জল গড়িয়ে পড়ার কুলকুল শব্দ, অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা দেবে। পাশে বসে আপনার প্রিয়জন, নিমিষেই বেশ কয়েকটা ঘণ্টা কেটে যাবে তা আপনি বুঝতে পারবেন না। তাই যারা নিজেকে একটু সময় দিতে চাইছেন, প্রিয়জনকে নিয়ে একটু সময় কাটাতে চান তবে ঘুরে দেখতে পারেন এই জায়গা।
আরও পড়ুন: হাই-প্রেশার কমায়! লিভার ভাল রাখে! হুহু-করে ওজন কমায় এই সবজির রস
মেদিনীপুর শহরের আমতলা বাস স্টপেজে নেমে সামান্য কিছুটা গেলেই এই ড্যাম। তবে বিকেলে এখানে বহু পর্যটক আসেন ঘুরতে। উপভোগ করেন নদীর এক কিনারে সূর্যাস্ত। জলের উপর লাল আভা ক্যামেরাবন্দি করতে চান প্রত্যেকে। সঙ্গে প্রিয়জনের সঙ্গে সুমধুর কথা বার্তা, সারাদিনের মানসিক চাপ হালকা হওয়ার এক অন্যতম ওষুধ এই জায়গা। তাই অন্তত একদিন ঘুরে দেখুন মন ভাল হয়ে যাবে আপনার।
রঞ্জন চন্দ