TRENDING:

Happy Propose Day 2022: 'লং ডিসট্য়ান্স প্রোপোজ ডে' উদযাপন করবেন? রইল অভিনব কিছু ভাবনা...

Last Updated:

Happy Propose Day 2022: প্রিয়জন আপনার থেকে দূরে থাকেন? একদম চিন্তা করবেন না। 'লং ডিসট্য়ান্স প্রোপোজ ডে' উদযাপন করার জন্য় রইল অভিনব কিছু ভাবনা...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে... আজ প্রোপোজ ডে (Happy Propose Day 2022)। আরও একবার ফিরে দেখা প্রেমের সেই প্রথম দিনটা। অভিনব কায়দায় আরও একবার প্রেম নিবেদনের দিন আজ। কিন্তু আমরা অনেকেই তো লং ডিসট্য়ান্স সম্পর্কে (Long Distance Relationship) থাকি। প্রিয়জন হয়তো দূরে থাকেন। আর আপনি মুখভার করে বসে আছেন। একদম না। 'লং ডিসট্য়ান্স প্রোপোজ ডে' (Happy Propose Day 2022) উদযাপন করবেন তো? দেখুন তো এই ভাবনাগুলো পছন্দ হয় কিনা...
৩. এখানে বিশেষজ্ঞদের পরামর্শ, একবার পরকীয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই ব্যক্তি বা মহিলার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে অবশ্যই সম্পর্কে ইতি টানার কথা তাকে সোজাসুজি জানিয়ে দিন। আবেগপ্রবণ হয়ে কোনওভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই ভাল। বরং সংসার ও কাজে মন দিন। কাজটি কঠিন হলেও ফলপ্রসু হবে নিশ্চিত।
৩. এখানে বিশেষজ্ঞদের পরামর্শ, একবার পরকীয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই ব্যক্তি বা মহিলার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে অবশ্যই সম্পর্কে ইতি টানার কথা তাকে সোজাসুজি জানিয়ে দিন। আবেগপ্রবণ হয়ে কোনওভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই ভাল। বরং সংসার ও কাজে মন দিন। কাজটি কঠিন হলেও ফলপ্রসু হবে নিশ্চিত।
advertisement

দিনটি (Happy Propose Day 2022) একা কাটানোর পরিবর্তে, আপনি আপনার সেইসব বন্ধুদের সঙ্গেএকটি সুন্দর সন্ধ্যার পরিকল্পনা করতে পারেন যারা দীর্ঘ দূরত্বের সম্পর্কে রয়েছেন। তাদের সঙ্গে আনন্দ এবং দুঃখ ভাগ করে নিন। নাচ-গান করুন, পছন্দের খাবার খান এবং এমন জিনিসগুলি নিয়ে কথা বলুন যা আপনাকে খুশি করে। পুরনো দিনের কথা শেয়ারও করতে পারেন।

advertisement

আরও পড়ুন: শরীর চর্চার আগে চা-কফি! নিজের শত্রু কি নিজেই হচ্ছেন? সুস্থ থাকতে মেনে চলুন এই নিয়ম

ফিরে যেতে পারেন স্কুলের সেই দিনে। আপনার সঙ্গীর জন্য় একটি প্রেমপত্র লিখুন। একটি হাতে লেখা প্রেমের চিঠি যেখানে আপনি আপনার সব মনের কথা উজার করে দিলেন। মনে রাখবেন পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। দিনটিকে আপনার সাধারণ ভিডিও কল থেকে একটু আলাদা করুন৷ 

advertisement

আরও পড়ুন: ৭৪ বছর বয়সে চলে গেলেন মহাভারতের ‘ভীম’, প্রয়াত প্রবীণ কুমার সোবতি

ভার্চুয়াল উদযাপনও (Virtual Celebration) চলতে পারে। সুন্দর পোশাক পরুন। সুন্দর সুন্দর রান্না করুন। ওয়াইন বা পছন্দের পানীয় বাছাই করুন। উপহার পাঠান আপনার প্রিয় মানুষকে। সেই জিনিসটি পাঠান, যা আপনার সঙ্গী কিনতে পারেনননি এবং আপনার সঙ্গে সেটা শেয়ার করেছিলেন। 

advertisement

ফুলের তোড়া সহ এক বাক্স চকোলেট (Chocolate Box) পাঠাতে পারেন। প্রিয় মানুষের জন্য় একটি প্লেলিস্ট (Playlist) তৈরি করুন৷ পছন্দের গান পাঠান। নিজে গেয়ে শোনালে তো আর কথাই নেই।  গিটার বাজাতে পারেন। হতে পারে গানটি আপনার  লেখা। নিশ্চিন্তে থাকুন। তাঁরা  উপভোগ করতে বাধ্য়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুখভার করে বসে থাকার সেই দিন কিন্তু আর নেই। বেছে নিন অভিনব সব উপায়। আর চুটিয়ে উপভোগ করুন (Happy Propose Day 2022)। বাঁচুন  প্রাণভরে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Propose Day 2022: 'লং ডিসট্য়ান্স প্রোপোজ ডে' উদযাপন করবেন? রইল অভিনব কিছু ভাবনা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল