TRENDING:

ফোর প্লে-তে মিলতে পারে রতিসুখ! জেনে নিন অর্গাজমের খুঁটিনাটি

Last Updated:

নারীদের অর্গাজম হতে একটু বেশি সময় লাগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভালবাসার সম্পর্ককে আরও মজবুত করে শারীরিক সম্পর্ক। যৌনতা ছাড়া সুখী দাম্পত্য সম্ভব নয় । শারীরিক সম্পর্ক ভালবাসার বন্ধনকে আরও মজবুত করে । পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই রতিসুখ বা অর্গাজম  হল একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যৌন আনন্দ চরমে পৌঁছলে রতি সুখ সম্ভব হয় । কিন্তু, পুরুষদের তুলনায় নারীদের অর্গাজম হতে একটু বেশি সময় লাগে।
advertisement

শুধুমাত্র সঙ্গমের ফলে অনেক নারীরই অর্গাজম হয় না । এক সমীক্ষায় দেখা গিয়েছে,  মাত্র ২০ শতাংশ মহিলার শারীরিক মিলনের ফলে অর্গাজম হয় । বেশিরভাগ নারীই ক্লিটোরিস স্টিমুলেশনের ফলে রতি সুখ পান । কিন্তু সঙ্গমের সময় সামান্য ফোরপ্লে নারীদের চরম তৃপ্তি এনে  দিতে পারে ।

আরও পড়ুন – স্যানিটারি ন্যাপকিন ব্য়বহার করে মারাত্মক ব়্যাশ? মুক্তি মিলবে এই ঘরোয়া টোটকাতেই

advertisement

২০১৭ সালে জার্নাল অফ সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপি থেকে জানা গিয়েছে যে   ফোরপ্লে শুধুমাত্র যৌনতার একটি অংশ নয় এটি বেশিরভাগ মহিলাদের  অত্যন্ত তৃপ্তি দিতে পারে। তাই সঙ্গমের সময় ফোরপ্লে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।

জার্নাল অফ সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপির এক সমীক্ষা অনুযায়ী,  বেশিরভাগ মহিলাই বলেছেন যে ফোরপ্লে উত্তেজনা বাড়াতে  অর্গ্যাজম আনাতে অত্যন্ত সাহায্য করে ।  সেক্স থেরাপিস্ট টরিসি বলেছেন যে অনেক মহিলার কাছে যৌনতা, ঘনিষ্ঠতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ফোরপ্লে যৌনতারই এক বিশেষ অঙ্গ ।

advertisement

আরও পড়ুন – কোন অন্তর্বাস কখন পরবেন, কতক্ষণ পরবেন! আদৌ পরবেন কী, রইল টিপস

নারীরা ঘুমের মধ্যেও যৌন উত্তেজনা অনুভব করতে পারেন। আসলে অনেকেই স্বপ্নে যৌনতা দেখেন। একে নিশাচর অর্গ্যাজমও বলা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ফোর প্লে-তে মিলতে পারে রতিসুখ! জেনে নিন অর্গাজমের খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল