শুধুমাত্র সঙ্গমের ফলে অনেক নারীরই অর্গাজম হয় না । এক সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ২০ শতাংশ মহিলার শারীরিক মিলনের ফলে অর্গাজম হয় । বেশিরভাগ নারীই ক্লিটোরিস স্টিমুলেশনের ফলে রতি সুখ পান । কিন্তু সঙ্গমের সময় সামান্য ফোরপ্লে নারীদের চরম তৃপ্তি এনে দিতে পারে ।
আরও পড়ুন – স্যানিটারি ন্যাপকিন ব্য়বহার করে মারাত্মক ব়্যাশ? মুক্তি মিলবে এই ঘরোয়া টোটকাতেই
advertisement
২০১৭ সালে জার্নাল অফ সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপি থেকে জানা গিয়েছে যে ফোরপ্লে শুধুমাত্র যৌনতার একটি অংশ নয় এটি বেশিরভাগ মহিলাদের অত্যন্ত তৃপ্তি দিতে পারে। তাই সঙ্গমের সময় ফোরপ্লে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।
জার্নাল অফ সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপির এক সমীক্ষা অনুযায়ী, বেশিরভাগ মহিলাই বলেছেন যে ফোরপ্লে উত্তেজনা বাড়াতে অর্গ্যাজম আনাতে অত্যন্ত সাহায্য করে । সেক্স থেরাপিস্ট টরিসি বলেছেন যে অনেক মহিলার কাছে যৌনতা, ঘনিষ্ঠতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ফোরপ্লে যৌনতারই এক বিশেষ অঙ্গ ।
আরও পড়ুন – কোন অন্তর্বাস কখন পরবেন, কতক্ষণ পরবেন! আদৌ পরবেন কী, রইল টিপস
নারীরা ঘুমের মধ্যেও যৌন উত্তেজনা অনুভব করতে পারেন। আসলে অনেকেই স্বপ্নে যৌনতা দেখেন। একে নিশাচর অর্গ্যাজমও বলা হয়।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)