তেলের ব্যবহার- চুল পড়া বন্ধ করতে যে প্রথম পদক্ষেপটি নেওয়া উচিত তা হল চুলে রোজ তেল ব্যবহার করতে হবে। চুল ধোয়ার আগে সব সময় চুলে তেল দেওয়া উচিত। চুলে তেল ব্যবহরের ফলে চুলের গোড়া ভাল থাকে।
আরও পড়ুন:পুরুষদেরই বেশি হয় হার্ট অ্যাটাক! হৃদয় ভাল রাখতে আজ থেকেই মানুন এই ডায়েট
advertisement
বিটের রস- এ ছাড়া বিটের রস মাথায় মালিশ করাও খুব ভালো। এটি স্কাল্পে রক্ত সঞ্চালন করতে সহায়তা করে। নিয়মিত বিটের রস ব্যবহার করলে চুল পড়া একেবারে বন্ধ করা যেতে পারে।
আরও পড়ুন: বয়সের আগেই চুল, দাড়ি সাদা হয়ে যাচ্ছে? সমস্যার সমাধান করতে মানুন এই নিয়ম
নিমের ব্যবহার- খুশকির কারণে চুল পড়া শুরু হলে চুলে নিম পাতা ব্যবহার করুন। চুলে নিম ব্যবহার করার ফলে চুলের যেকোনও ইনফেকশন দূর করা যায়। এক্ষেত্রে গরম জলে বেশ কয়েকটা নিম পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিতে হবে তারপর এই জল ভাল করে ছেঁকে চুলের স্কাল্পে লাগিয়ে ম্যাসাজ করতে হবে।
পেঁয়াজের রস- চুলের পড়া রোধ করতে পেঁয়াজের রসও ব্যবহার করা যায়। পেঁয়াজের রসে থাকা উপাদান চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।চুলকে আরও সুন্দর করতে মাসে ২ বার পেঁয়াজের রস ব্যবহার করতে হবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)