পান শুধু মুখের স্বাদই বদলায় না। রূপচর্চাতেও অত্যন্ত উপকারী এই পান।তাই চুলের যত্ন নিতে এর কোনও তুলনা হয় না। যাদের অকালেই চুল ঝরে পরে বা চুল সাদা হয়ে যায় তাদের জন্য় পানের হেয়ার মাস্ক অত্যন্ত উপকারী।
আরও পড়ুন: রূপচর্চায় আদা! উজ্জ্বল ও টানটান ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান
advertisement
আসুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন এই বিশেষ হেয়ার মাস্ক-
পান ও নারকেল তেলের হেয়ার মাস্ক- এই মাস্কটি তৈরি করতে প্রথমে ৪ থেকে ৫ টি পান নিতে হবে । এরপর নারকেল তেল, অলিভ অয়েল এবং কয়েক ফোঁটা জল লাগবে। এরপর সমস্ত উপাদানগুলি ভাল করে একটি মিক্সার গ্রাইন্ডারে করে পেস্ট তৈরি করতে হবে।
এই মিশ্রণ ভাল করে চুলের গোড়ায় ও সমস্ত চুলে লাগাতে হবে। তারপর মিশ্রণটি ভাল করে মাথায় ম্যাসাজ করার পর ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এই হেয়ার মাস্কটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: শীতেও ট্যান পড়ে! দুধ, হলুদ আর মধু দিয়েই মুশকিল আসান হতে পারে, জানুন
পান ও ঘিয়ের হেয়ার মাস্ক- এই বিশেষ হেয়ার মাস্কটি তৈরি করতে ৪ থেকে ৫টি পান, ১ থেকে ২ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা জল দিয়ে ভাল করে পেস্ট তৈরি করতে হবে। এরপর এই মিশ্রণটি চুলে ভাল করে লাগাতে হবে। এই মাস্কটি ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে কন্ডিশনার লাগাতে পারেন।
পানে পটাসিয়াম, নিকোটিনিক অ্যাসিড, ভিটামিন এ , বি১, বি২ এবং সি সহ অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে। এই সমস্ত উপাদান ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে ও চুল পড়া রোধ করতে পারে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)