TRENDING:

বন্ধুত্ব বা সম্পর্ক বাঁচাতে চান? নিজের জীবনে এই নিয়ম সব সময় মেনে চলুন

Last Updated:

কেন বন্ধু টেকে না সেই বিষয়ে ভেবেছেন কখনও? 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বন্ধুত্ব বিষয়টি মানুষের বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু ছাড়া জীবনে বেঁচে থাকা বড়ই কঠিন হয়ে পড়ে। কিন্তু অনেকেই আছেন যাদের কোনও বন্ধু নেই । এবং থাকলেও বেশিদিন টেকে না। কিন্তু কেন বন্ধু টেকে না সেই বিষয়ে ভেবেছেন কখনও?  হয়তো আমাদের নিজেদের ভুলেই আমরা বন্ধুদের থেকে দূরে হয়ে যাই। বা আমাদের কোনও স্বভাব বন্ধুত্ব নষ্ট করে ফেলে এবং এমন একটা সময় আসে যখন আমাদের আশেপাশে কোনও বন্ধুই থাকে  না। আসুন জানা যাক বন্ধুত্ব বাঁচিয়ে রাখার কিছু টিপস
advertisement

পরচর্চা- আমরা যদি সবসময়ে বন্ধুর সঙ্গে পরের চর্চা করি বা সমালোচনা করি । এতে অপর মানুষটির মনে হতে পারে যে কোনও সময় আমরা অন্যের কাছে তার নামেও সমালোচনা করব। তাই সে আপনার ব্যপারে খারাপ ধারণা রাখে ও নিজেকে সরিয়ে ফেলে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে অযথা পরচর্চা করা ছাড়তে হবে।

advertisement

আরও পড়ুন: বাচ্চার উচ্চতা বাড়াতে চান? দেরি না করে আজই ডায়েটে যোগ করুন এই খাবার

নিজের ভুল না বোঝা- বন্ধুত্বে থাকতে গেলে নিজের ভুল ধরতেই হবে। কারণ কখনই এক হাতে তালি বাজে না। তাই বন্ধুর সঙ্গে কোনও সমস্যা হলে অবশ্যই তাতে নিজেদেরও কোনও ভুল থাকতে পারে। তাই বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে অবশ্যই নিজের ভুলগুলোও মানা উচিত।

advertisement

আরও পড়ুন: সাবধান! ডায়াবেটিস থাকলে এই ৫ বিষয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে

সম্মান দিন- নিজের বন্ধুকে সম্মান দিন। এতে সেও আপনাকে সম্মানের চোখেই দেখবে। আর বন্ধুত্ব অটুট থাকবে।

ব্যক্তিগত বিষয়ে না ঢোকা- কোনও বন্ধুরই ব্যক্তিগত জীবনে না ঢোকা উচিত এবং নিজের জীবনেও কাউকে প্রবেশ না করানোই ভাল। এতে বন্ধুত্ব নষ্ট হয় না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। )

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বন্ধুত্ব বা সম্পর্ক বাঁচাতে চান? নিজের জীবনে এই নিয়ম সব সময় মেনে চলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল