পরচর্চা- আমরা যদি সবসময়ে বন্ধুর সঙ্গে পরের চর্চা করি বা সমালোচনা করি । এতে অপর মানুষটির মনে হতে পারে যে কোনও সময় আমরা অন্যের কাছে তার নামেও সমালোচনা করব। তাই সে আপনার ব্যপারে খারাপ ধারণা রাখে ও নিজেকে সরিয়ে ফেলে। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে অযথা পরচর্চা করা ছাড়তে হবে।
advertisement
আরও পড়ুন: বাচ্চার উচ্চতা বাড়াতে চান? দেরি না করে আজই ডায়েটে যোগ করুন এই খাবার
নিজের ভুল না বোঝা- বন্ধুত্বে থাকতে গেলে নিজের ভুল ধরতেই হবে। কারণ কখনই এক হাতে তালি বাজে না। তাই বন্ধুর সঙ্গে কোনও সমস্যা হলে অবশ্যই তাতে নিজেদেরও কোনও ভুল থাকতে পারে। তাই বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে অবশ্যই নিজের ভুলগুলোও মানা উচিত।
আরও পড়ুন: সাবধান! ডায়াবেটিস থাকলে এই ৫ বিষয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে
সম্মান দিন- নিজের বন্ধুকে সম্মান দিন। এতে সেও আপনাকে সম্মানের চোখেই দেখবে। আর বন্ধুত্ব অটুট থাকবে।
ব্যক্তিগত বিষয়ে না ঢোকা- কোনও বন্ধুরই ব্যক্তিগত জীবনে না ঢোকা উচিত এবং নিজের জীবনেও কাউকে প্রবেশ না করানোই ভাল। এতে বন্ধুত্ব নষ্ট হয় না।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। )
