নিয়মিত খাবার খেতে হবে - দিনের বেলা নিয়ম করে খাবার খেলে তা দ্রুত ক্যালরি পোড়াতে সাহায্য করে। নিয়ম অর্থাৎ প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার খেতে হবে। এটি উচ্চ চর্বি এবং উচ্চ চিনির স্ন্যাকস এড়িয়ে যেতে সহায়ক প্রমাণিত হতে পারে। তাই প্রতিদিন সঠিক সময়ে খাবার খান।
আরও পড়ুন: কোমরে ব্যথা কাবু করে দিচ্ছে? এই ঘরোয়া টিপস মানলে চটজলদি আরাম পাবেন
advertisement
প্রাতরাশ এড়িয়ে যাবেন না- অনেকেই মনে করেন কম খাবার খেলে ওজন কমে যায় এবং তারা সকালের প্রাতরাশ বাদ দেন। সকালের খাবার এড়িুয়ে গেল শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। এর ফলে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না এবং স্বাস্থ্যের অবনতি ঘটে।
প্রচুর ফল ও শাকসবজি খান- ফল ও শাক- সব্জি ক্যালরি ও চর্বি কম এবং ফাইবার বেশি। এটি ওজন কমাতে সাহায্য করতে পারে। ফল ও শাক- সব্জিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল, যা শরীরকে সুস্থ রাখে।
ব্যায়াম- ব্যায়াম শরীর থেকে অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে। তাই মেদমুক্ত শরীর পেতে ব্যায়াম করতে হবে।
জাঙ্ক ফুড খাবেন না- চকোলেট, বিস্কুট, ক্রিস্প এবং চিনিযুক্ত পানীয়ের মতো জাঙ্ক ফুড খুব বেশি খাওয়া চলবে না। এ ছাড়া অ্যালকোহল পান করাও কমিয়ে দিতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।