TRENDING:

Lata Mangeshkar as Photographer: ছায়াসঙ্গী ছিল ক্যামেরা, আলোকচিত্রী হিসেবেও সিদ্ধহস্ত ছিলেন কিন্নরকণ্ঠী লতা

Last Updated:

তিনি যেখানেই যেতেন, তাঁর ছায়াসঙ্গী ছিল রোলেইফ্লেক্স ক্যামেরা৷(Lata Mangeshkar as Photographer)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমরা মনের অনুভূতির যেখানেই পা রাখি না কেন, লতা মঙ্গশকরের গান আমাদের সঙ্গী হয় ছায়ার মতোই৷ আমরা অনেকেই জানি না, স্বয়ং সুরসম্রাজ্ঞীকেও অনুসরণ করত আলো ও ছায়া৷ শুধু সুর নয়৷ তিনি ছিলেন আলোছায়ার কারিগরও৷ ছবি তোলা ছিল তাঁর প্যাশন৷ তিনি যেখানেই যেতেন, তাঁর ছায়াসঙ্গী ছিল রোলেইফ্লেক্স ক্যামেরা৷(Lata Mangeshkar as Photographer)
advertisement

সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কিন্নরকণ্ঠী বলেছিলেন, ‘‘আমি ফোটোগ্রাফি খুব ভালবাসতাম৷ সর্বত্র আমার সব সময়ের সঙ্গী ছিল আমার ক্যামেরা৷ আমি স্টুডিওতে ক্যামেরা নিয়ে যেতাম৷ কাজে ব্যস্ত সহকর্মীদের ছবি তুলতাম৷ বাড়িতে মা, ভাইবোনদের ছবি তুলতাম৷ বাড়ির বাইরে ছবি তুলতে আমি খুব ভালবাসতাম৷’’

তিনি ছবি তুলতে এতটাই দক্ষ ছিলেন যে এক সময়ে ফোটোগ্রাফিকেই বিকল্প পেশা হিসবে ভেবেছিলেন৷ ‘‘আমি জানি না শিল্পী না হলে আমি কী হতাম৷ তবে ফোটোগ্রাফি নিশ্চয়ই একটা সম্ভাবনা ছিল৷’’ ছবি তোলার দুনিয়ায় ডিজিটাল শাসনে আশাহত হয়েছিলেন সুরসম্রাজ্ঞী৷ বলেছিলেন, ‘‘ এখন সকলে তাঁদের ফোনেই ছবি তোলেন৷ ক্যামেরার লেন্সে মুহূর্তদের বন্দি করার সেই পুরনো আনন্দই চলে গিয়েছে৷’’ আক্ষেপ ঝরে পড়ত সুরেলা কণ্ঠে৷

advertisement

আরও পড়ুন : সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে

আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁর বাড়িতে রয়েছে তাঁর তোলা অসংখ্য ছবি৷ প্রয়াত কিংবদন্তি শিল্পীর এই শখের কথা তাঁর ঘনিষ্ঠবৃত্তের বাইরে খুব কম লোকই জানেন৷ হেমন্তকন্যা রাণু স্মৃতিচারণায় বলেছেন লতার ছবি তোলার শখের কথা৷ প্রবাদপ্রতিম শিল্পীর এই শৌখিনতার কথা মনে পড়েছে গায়িকা চিন্ময়ী শ্রীপদার স্মৃতিতেও৷ তিনি ট্যুইট করেছেন যখন ‘রং দে বসন্তী’-র সেটে লতা মঙ্গেশকর তাঁর শখের কথা প্রকাশ করেছিলেন৷ বলেছিলেন তাঁর কাছে পেশাদার ক্যামেরার বড় সংগ্রহ আছে৷ এমনকি, যে দিনের কথা, সেদিনও শিল্পী একটি নতুন ক্যামেরা কেনার কথা বলেছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Lata Mangeshkar as Photographer: ছায়াসঙ্গী ছিল ক্যামেরা, আলোকচিত্রী হিসেবেও সিদ্ধহস্ত ছিলেন কিন্নরকণ্ঠী লতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল