TRENDING:

Kurseong Tourism: ব্রিটিশ বাংলোয় বারবিকিউতে ঝলসানো মাংস, পাহাড়িয়া জঙ্গলের মাঝে ছুটি কাটান বন্য আনন্দে

Last Updated:

Kurseong Tourism: ব্রিটিশ আদলে তৈরি এই কটেজগুলিতে ঘরের ভিতরেই রয়েছে সেই ঐতিহ্যবাহী চিমনি, পুরনো দিনে যা দেখা যেত ব্রিটিশদের ঘরগুলিতে। ঠান্ডা থেকে বাঁচতে ঘরের ভিতরেই আগুন জ্বালানো হত, সেই ধাঁচেই তৈরি করা হয়েছে এই কটেজগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুজয় ঘোষ, দার্জিলিং: পাহাড়ের কোলে ঘন জঙ্গলে ব্রিটিশ আদলে তৈরি কটেজে রাত্রি যাপন। মনকে মুগ্ধ করা এই জায়গার কথা জানলে অবাক হবেন আপনিও! চারিদিকে ঘন জঙ্গলের মাঝে পাহাড় কেটে তৈরি হয়েছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠলেই রয়েছে একটি বসার জায়গা। সেখান থেকেই দেখতে পাবেন এই ছোট্ট ছোট্ট কটেজগুলি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াং এর সেন্ট মেরিস হিলে রয়েছে পাহাড়ের মাঝে ঘন জঙ্গলে ঘেরা এই জায়গা।
advertisement

এই জায়গা ঘিরে পুরনো অনেক ইতিহাসও রয়েছে। এখানে বসে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে নিমেষেই মন ভাল হবে আপনার। ব্রিটিশ আদলে তৈরি এই কটেজগুলিতে ঘরের ভিতরেই রয়েছে সেই ঐতিহ্যবাহী চিমনি, পুরনো দিনে যা দেখা যেত ব্রিটিশদের ঘরগুলিতে। ঠান্ডা থেকে বাঁচতে ঘরের ভিতরেই আগুন জ্বালানো হত, সেই ধাঁচেই তৈরি করা হয়েছে এই কটেজগুলি।

advertisement

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ক্যানুট লামা বলেন শহরের কোলাহল ছেড়ে জঙ্গলের মাঝে এই শান্ত পরিবেশে সময় কাটাতে দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসে এখানে। এখানে এলে মনের সঙ্গে প্রকৃতির একটা মেলবন্ধন তৈরি হয়। এই শান্ত শীতল পরিবেশে সকাল হলেই পাখির ডাকে ঘুম ভাঙবে আপনার। ঘুম থেকে উঠেই দু’চোখ ভরে পাহাড়ে ঘেরা এই সবুজ ঘন জঙ্গল দেখে মন ভরে যাবে।

advertisement

আরও পড়ুন : আগামী বছর ২০২৫-এ জন্মাষ্টমী কবে? পুণ্যতিথির দিনটা জানলে আনন্দে ভরে উঠবে মন! হাসি ফুটবে মুখে

View More

এখানেই শেষ নয়। এছাড়াও অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষের জন্য রয়েছে ঘন জঙ্গলের মাঝে টেন্টে থাকার ব্যবস্থা। বর্তমানে এই ট্রেন্ডি টেন্ট সকলের মনেই জায়গা করে নিয়েছে। সকলেরই ইচ্ছা থাকে একবার হলেও পাহাড়ের কোলে গিয়ে টেন্টে থেকে প্রকৃতির মজা উপভোগ করার। আপনারা চাইলে সেই মজাও এখানে এসে উপভোগ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলমগ্ন দাসপুরের হাসপাতাল! ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ, জীবাণু! আতঙ্কে কাটছে দিন
আরও দেখুন

রাত হলেই সামনে জ্বলবে বনফায়ার, সঙ্গে থাকবে বারবিকিউতে ঝলসানো মাংস।পুজোর ছুটিতে আপনার গন্তব্য যদি পাহাড় হয়ে থাকে, তা হলে এই জায়গাটি হতে চলেছে আপনার জন্য সেরা ডেস্টিনেশন। যেখানে বসে দিনের আলোয় সবুজে ঘেরা পাহাড়ি জঙ্গলে বসে চোখের সামনেই দেখতে পাবেন রংবেরঙের পাখি। এছাড়াও কখনও জঙ্গলের মাঝে উঁকি দেবে সূর্যের আলো। আবার নিমেষেই মেঘ আর জঙ্গল মিলেমিশে একাকার হয়ে যাবে। সব মিলিয়ে নিজেকে প্রকৃতির সঙ্গে বিলীন করে দিতে কিছুটা সময় কাটাতেই পারেন দার্জিলিঙের কাছে কার্শিয়াং-এর সেন্ট মেরিস হিলে এই জায়গায়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kurseong Tourism: ব্রিটিশ বাংলোয় বারবিকিউতে ঝলসানো মাংস, পাহাড়িয়া জঙ্গলের মাঝে ছুটি কাটান বন্য আনন্দে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল