তবে কোরিয়ান বার্লি টি ব্যবহার করার আগে এই প্রশ্ন উঠতেই পারে যে বাজারে তো অনেক অ্যান্টি-এজিং ক্রিম আছে;তাহলে কি সেগুলো কাজে দেয় না? কিছুটা অবশ্যই কাজে দেয়। বলিরেখা কম করার ক্রিম বলিরেখা কম করে ঠিকই কিন্তু এজিং বা বুড়িয়ে যাওয়া আটকাতে পারে না বা ধীর গতির করতে পারে না। আর সেই জন্যই এই বার্লি টি পান করার কথা বলা হচ্ছে।
advertisement
কোরিয়ান মহিলারা না কি প্রতি দিন বার্লি টি পান করেন। এতে তাঁদের এজিং প্রসেস অনেকটাই ধীর গতির হয়ে যায় এবং মুখ থেকে বলিরেখা দূর হয়।
আরও পড়ুন : এখন থেকেই এভাবে চুলের যত্ন নিন, শীতেও চুল থাকবে মোলায়েম
কী ভাবে তৈরি করতে হবে এই বার্লি টি?
এক কাপ জল ফুটিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ বার্লি দিতে হবে। এবার খুব কম আঁচে এই বার্লি মেশানো জল অন্তত পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে। দিতে হবে চা-পাতা। আঁচ বন্ধ করে এই পানীয় ঠান্ডা হতে দিতে হবে, তার পর ছেঁকে নিয়ে পান করতে হবে।
আরও পড়ুন : সহজেই হাড় ভেঙে যায় বা হাড়ে চিড় ধরে? ডায়েটে রাখুন এই খাবারগুলি
কেন পান করবেন এই বার্লি চা?
এই চায়ে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বকের ক্ষতি ও ক্ষয় রোধ করে। পাশাপাশি, বলিরেখা রোধ করে এজিং প্রক্রিয়া ধীর গতির করে দেয়। তাছাড়া বার্লিতে আছে অ্যাজেলাইক অ্যাসিড যা অ্যাকনে রোধ করে। এই চা রোজ পান করলে ত্বকে পেলবতা আসে এবং ত্বক সংক্রান্ত নানা সমস্যা দূর হয়।