বেকড লেমন চিকেন উইঙ্গস
ভাপা ভেটকি বাও
শহরের বুকে রয়েছে ক্যান্টিন পাব অ্যান্ড গ্রাব৷ তারা নিয়ে এসেছে তাঁদের স্পেশ্যাল উইন্টার মেনু৷ বড়দিন এবং নতুন বছর উপলক্ষ্যে থাকছে এই বিশেষ ডিশগুলো৷ কী কী থাকছে তাতে?
advertisement
বেকড লেমন চিকেন উইঙ্গস, ভাপা ভেটকি বাও, গাজর হালুয়া পাটিসাপটা৷ এর সঙ্গে রয়েছে বিভিন্ন ককটেল৷ অর্থাৎ খাবারের সঙ্গে গলা না ভেজালে তো হবে না৷ তাই রয়েছে তার ব্যবস্থাও৷ থাকছে ক্রিমসন ওয়াইন, নাটি রাম, জয়নগর মোয়া ওল্ড ফ্যাশনড হুইস্কি৷
জয়নগর মোয়া ওল্ড ফ্যাশনড হুইস্কি
তবে এই বিশেষ বিশেষ পদ পাবেন ২০ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত৷ দাম? প্রতি ২ জনে ২০০০টাকা৷
এরই সঙ্গে আরও একটি ক্যাফের হদিস দিয়ে দেওয়া যাক আপনাদের৷ ট্রাফিক গ্যাস্ট্রোপাব, তাদেরও ক্রিসমাস ও নিউ ইয়ার উইন্টার স্পেশ্যাল মেনু৷ কী কী থাকছে মেনুতে?
চিজ হার্ব রোল
সাইট্রাস চিকেন উইঙ্গস
কর্ন নাগেট, চিজ হার্ব রোল, স্টিম বান, ব্যাঙ ব্যাঙ উইঙ্গস, পার্মিসন গার্লিক চিকেন স্কুয়র, থাই ফিশ টিক্কা৷
পার্মিসন গার্লিক চিকেন স্কুয়র
এখানেও ডিসেম্বর ২০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত পাবেন এই বিশেষ পদগুলো৷ দাম ২জনের ২০০০টাকা৷