প্রাকৃতিক দৃশ্যের ছবি সব সময় ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালে টাঙানো উচিত। উড়ন্ত কোন পাখি বা বিমানের ছবি বাড়ির পরিবেশকে উদ্দীপিত করে থাকে। এই জাতীয় ছবিও টাঙান উত্তর-পশ্চিম দেওয়ালে।
রাধাকৃষ্ণের যুগল মূর্তির ছবি রাখতে চাইলে মাস্টার বেডরুমের উত্তর বা দক্ষিণের দেওয়ালে রাখুন। বাড়িতে বাচ্চা থাকলে উত্তর-পশ্চিম দেওয়ালে শিশু কৃষ্ণের বা গোপালের ননী চুরির ছবি টাঙানো খুব শুভ। জীবনের লক্ষ্য সম্পর্কিত কোনও বাণী ঘরের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে রাখুন।
advertisement
উদীয়মান সূর্যের ছবি ঘরের পূর্ব দিকের দেওয়ালে টাঙালে পজিটিভ ভাইব্রেশান বহন করে। ধনের দেবতা কুবেরের ছবি টাঙান উত্তরের দেওয়ালে। এতে কখনও অভান অনটন হানা দেবে না।
বাস্তু মতে শ্মশান, কবর, দুঃখ, হত্যা, বা কোনও উত্তেজক মুহূর্তের ছবি বাড়ির দেওয়ালে টাঙানো উচিত নয়। এই সমস্ত ছবি বাড়ির অন্দরে নেগেটিভ ভাইব্রেশান তৈরি করে।
ভুলেও ইশান কোণে বা ঠাকুর ঘরে পূর্ব পুরুষের ছবি টাঙাবেন না। যদি টাঙাতেই হয়, ঘরের দক্ষিণের দেওয়ালে টাঙান। পারিবারিক ছবি সবসময় বাড়ির দক্ষিণ পশ্চিম দেওয়ালে টাঙান। এতে পারিবারিক বন্ধন দৃঢ় হয়। এই ছবিগুলি ভুল করেও পূর্ব বা উত্তর দিকের কোনও দেওয়ালে টাঙাবেন না।