অনেক ক্ষেত্রেই ক্যান্সার এত দেরিতে ধরা পড়ে যে চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ে। তাই ত্বকের সামান্য পরিবর্তন দেখা গেলে তা অবহেলা করা একেবারেই উচিত নয়।
আরও পড়ুন: বাড়িতেই স্বাস্থ্যকর ও সুস্বাদু প্রোটিন শেক বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি
ত্বকের ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ:
১) ত্বকের ক্যান্সার হলে হঠাৎ ত্বকে তিলের মতো কালো দাগ দেখা দিতে পারে।
advertisement
২) কোনও পুরানো আঁচিল বা ত্বকের ফুসকুড়ির আকারের দ্রুত পরিবর্তন দেখা দিতে পারে।
৩)ত্বকের কোনও অংশ লাল হয়ে গিয়ে খোসা উঠতেও পারে
৪) ত্বকে লাল দাগ তৈরি হতে পারে
৫) ত্বকের কোনও অংশ সব সময় জ্বালা করতে পারে
৬) অথবা ত্বকের কোনও অংশে চুলকানি হতে পারে
ত্বকে অস্বাভাবিক ভাবে কোষের বিকাশ ঘটলে এই সমস্যা দেখা দেয়। ত্বকের এই সমস্যা কোনও একটি অংশে শুরু হলেও পরে এটি ক্রমশ ছড়িয়ে পড়তে পারে। তাই বহুদিন ধরে হয়ে থাকা কোনও সমস্যাকে কখনই অবহেলা করা চলবে না। ত্বকের যেকোনও সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।