সাদা ভিনেগার এবং বেকিং সোডা – কাপড় ধোয়ার জন্য সাদা ভিনেগার এবং বেকিং সোডা মিশিয়ে ডিটারজেন্ট তৈরি করা যেতে পারে। এতে জামাকাপড়ের ময়লা পুরোপুরি পরিষ্কার হবে এবং কাপড়ের গন্ধও চলে যাবে। খেলাধুলার পোশাকের মতো কাপড় ধোয়ার জন্যও ভিনেগার এবং বেকিং সোডা দারুণ কার্যকরী।
আরও পড়ুন: সর্দি-কাশি নিমেষে সারায় এই পরিচিত পাতা! ওষুধ ছাড়াই কফ কমবে ম্যাজিকের মতো
advertisement
এক্ষেত্রে প্রথমে আধ কাপ বেকিং সোডা নিয়ে তাতে আধ কাপ ভিনিগার দিতে হবে। এই মিশ্রণ ওয়াশিং মেশিনে ঢেলেও জামা-কাপড় ধোওয়া যেতে পারে বা জলভর্তি বালতিতে এই মিশ্রণটি ঢেলে জামা কাপড় ভিজিয়ে রেখেও ব্যবহার করা যেতে পারে।
বাড়িতে ভিনিগার না থাকলে বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়েও ডিটারজেন্ট তৈরি করা যেতে পারে। সাদা এবং রঙিন কাপড় পরিষ্কার করতে এই মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। এর জন্য প্রথমে আধা কাপ বেকিং সোডা নিয়ে এতে আধা কাপ লেবুর রস দিতে হবে । এই সহজ মিশ্রণই ডিটারজেন্টের দারুণ বিকল্প হতে পারে। এতে জামাকাপড়ের জেদি দাগ সহজেই দূর হয়ে যাবে এবং কাপড় সম্পূর্ণ ভাবে পরিষ্কার হবে।
ডিটারজেন্ট ফুরিয়ে গেলে, রঙিন কাপড় ধোয়ার জন্য শ্যাম্পু বা বডি ওয়াশ ব্যবহার করা যেতেই পারে। এই উপাদান ব্যবহার করলে অপরিষ্কার কাপড় ঠিকমতো পরিষ্কার হবে এবং দুর্গন্ধও সহজে দূর হবে। তবে শ্যাম্পু এবং বডি ওয়াশে প্রচুর পরিমাণে ফ্যানা তৈরি হয়, যা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। তাই এইসব উপাদান কম পরিমাণে ব্যবহার করা উচিত। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।